Winter Vegetable: শীতের বাজার ভরেছে দারুণ সব রঙিন সবজিতে, এই সব না খেলে কিন্তু বড় মিস
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Nov 28, 2023 | 11:04 AM
health tips: টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, কে, ফলেট এবং পটাশিয়াম। চর্মরোগীদের জন্যও টমেটো অত্যন্ত কার্যকর। গবেষণায় জানা গিয়েছে, রোজ ৮০ গ্রাম টমেটো খেলে উচ্চ ক্যালোরিযুক্ত খাবারের ক্ষতিকর প্রভাব কাটে
1 / 8
শীত মানেই ঠান্ডা লাগা, নিউমোনিয়া সর্দি-কাশি মতো প্রবণতা বেশি দেখা যায়। তাই তো চিকিৎসকরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কথা বলেন। শীতকালীন সবজিতে থাকে রোগ- প্রতিরোধ ক্ষমতা।
2 / 8
বিশেষজ্ঞদের মতে, শীতকালিন সবজিগুলো কেবল সুস্বাদুই নয়, এর পুষ্টিগুণও যথেষ্ট বেশি। আসন্ন শীতে প্রতিদিনের খাদ্যতালিকায় এগুলি রাখলে স্বাস্থ্যের উপকার হবে। দেখে নিন সেগুলি কী কী...
3 / 8
টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, কে, ফলেট এবং পটাশিয়াম। চর্মরোগীদের জন্যও টমেটো অত্যন্ত কার্যকর। গবেষণায় জানা গিয়েছে, রোজ ৮০ গ্রাম টমেটো খেলে উচ্চ ক্যালোরিযুক্ত খাবারের ক্ষতিকর প্রভাব কাটে
4 / 8
ওজন কমাতে দারুণ কার্যকর এই শাক। আসলে এই শাকের ক্যালোরির পরিমাণ খুবই কম। আর উপরি পাওনা হিসেবে থাকে বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি। যা ক্যানসারপ্রবণ কারসিনোজেনিক কোষের বৃদ্ধি প্রতিরোধ করে
5 / 8
ভিটামিন এ থাকে গাজরে। বিটা ক্যারোটিন সমৃদ্ধ হওয়ায় গাজর চোখের সমস্যায় সমাধান করে সহজে। ভালো রাখে লিভারও। দাঁতের সুরক্ষাতেও গাজর অত্যন্ত কার্যকর বলে প্রমাণিত এই গাজর
6 / 8
শিমের মধ্যে লুকিয়ে থাকে আমিষের মতো প্রোটিন ও ফাইবার। চিকিৎসকদের মতে, শিমে প্রচুর পরিমাণে ক্লোরোফাইল রয়েছে, যা কোলন ক্যানসার প্রতিকারে সাহায্য করে
7 / 8
শীতের মরশুমের পরিচিত সবজি মুলো। অনেকেই খেতে অপছন্দ করেন বটে, তবে এতে রয়েছে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম মিনারেলস এবং ভিটামিন সি
8 / 8
ব্রকোলির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস রয়েছে। এছাড়া রয়েছে সালফোরাফেন উপকরণ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং ইনফ্লেমেশন বা প্রদাহজনিত সমস্যা দূর করে