
প্রতীকী ছবি।

নির্দিষ্ট বয়সের পর মুখে বলিরেখা দেখা দেওয়া সাধারণ ঘটনা হতে পারে। তবে অনেকের অল্প বয়সেও মুখে বলিরেখা দেখা দেয়। অনেকর ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যায়। অতিরিক্ত মিষ্টি খাওয়ার জন্য এরকম হতে পারে

ধূমপান, অনিদ্রা, দূষণ, মানসিক চাপ থেকে শুরু করে অত্যধিক পরিমাণে প্রসাধনী ব্যবহার, সূর্যের ইউভি রশ্মি অকাল বার্ধক্যের পিছনে দায়ী। অকাল বার্ধক্য এড়াতে জোর দিন লাইফস্টাইলে।

খাওয়া-দাওয়া ঠিকমতো করে, স্বাস্থ্যকর জীবনযাপন করলে সহজেই অকাল বার্ধক্য এড়ানো যায়। এর পাশাপাশি কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করেও বলিরেখা তাড়াতে পারেন।

প্রতিদিন মুখে অ্যালোভেরা জেল মাখুন। টানা ৯০ দিন অ্যালোভেরা জেল মাখলে বলিরেখা উধাও হয়ে যাবে। অ্যালোভেরা জেল কোলাজেন গঠনে, ত্বককে হাইড্রেটেড রাখতে এবং বলিরেখা দূর করতে সাহায্য করে।

বলিরেখা তাড়াতে কলার মাস্ক ব্যবহার করুন। পাকা কলা ম্যাশ করে মুখে মাখুন। ১৫-২০ মিনিট রেখে ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। কলার ফেসপ্যাক কোমল ত্বক পেতে সাহায্য করবে।

ডিমের সাদা অংশ বলিরেখা দূর করতে সাহায্য করে। ডিমের সাদা অংশের সঙ্গে মধু মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকে মেখে ১০ মিনিট রাখুন। এরপর মুখ ধুয়ে ফেলুন।

অকাল বার্ধক্যের হাত থেকে দূরে থাকতে ভিটামিন সি জরুরি। এই পুষ্টি কোলাজেন গঠনে এবং ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে। তাই ত্বকের সৌন্দর্য ধরে রাখতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান।