অংশুমান গোস্বামী
Jul 27, 2024 | 3:45 PM
দেশের বাইরে ঘুরতে গেলে করাতে হয় ট্রাভেল ভিসা। বিদেশে যেতে সাধারণত এই ছাড়পত্র লাগে। কিন্তু কিছু দেশ আছে, সেখানে ভিসা ছাড়াই ভারত থেকে যেতে পারবেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া যেতে লাগবে না ভিসা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেশে ঘোরার খরচও খুব বেশি নয়।
মালয়েশিয়ার মতোই ইন্দোনেশিয়া ভারতীয়দের অন্যতম পছন্দের ডেস্টিনেশন। এই দেশে যাওয়ার জন্য ভিসার দরকার হবে না।
দ্বীপরাষ্ট্র ফিজি গেলে ফিরতে ইচ্ছা হবে না। প্রশান্ত মহাসাগরের এই দেশে যেতে গেলে ভিসা করানোর দরকার নেই।
বিশ্বের ভ্রমণপিপাসুদের অন্যতম পছন্দের গন্তব্য মরিশাস। ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত এই দ্বীপে গেলে সমুদ্রসৈকতে বৈভবময় সময় কাটাতে যেতেই পারেন মরিশাস।
ভারতের কাছেই মায়ানমার ঘুরতে গেলেও লাগবে না ভিসা। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি প্রচুর বৌদ্ধ মন্দির দেখতে পাবেন এই দেশে।
ভারতের প্রতিবেশী দেশ নেপালে যেতেও লাগবে না ভিসা। এমনকি বিনা ভিসায় শ্রীলঙ্কাও ঘুরতে পারবেন ভারতীয়রা।
কাতার বা ওমানের মতো মধ্য প্রাচ্যের দেশও ভিসা ছাড়া ঘুরে আসতে পারবেন আপনি। মধ্য প্রাচ্যের এই দুই দেশে গিয়ে দিন কয়েক বৈভবে ভাসলে ক্ষতি কি?