Face Washing Mistakes: মুখ ধোয়ার সময় কি এই ভুলগুলো আপনিও করেন? অজান্তেই ডেকে আনছেন বিপদ
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jun 19, 2023 | 12:17 PM
Face Washing Tips: অনেকেই মুখ পরিষ্কার করতে বা মেকআপ তুলতে ভেজা ওয়াইপস ব্যবহার করেন। কিন্তু জানেন কি এতে সুগন্ধি ও সারফ্যাক্ট্যান্টের মতো উপাদান থাকে, যা ত্বকের ক্ষতি করতে পারে। তাই এগুলি ব্যবহার করবেন না।
1 / 8
ঝকঝকে সুন্দর ত্বক পেতে তার যত্ন তো করতেই হবে। কিন্তু এই যত্ন করতে গিয়েও বেশ কিছু সাধারণ ভুল আমরা করে থাকি, যার ফলে হিতে বিপরীত হয়।
2 / 8
মুখ ধোয়া একটা দৈনিক অভ্যাস। কমবেশি সকলেই রোজ মুখো ধোন। তবে এই মুখ ধোয়ার সময় নিজের অজান্তেই আপনি এমন কিছু ভুল করে বসেন যার জন্য দেখা দেয় বিপদ।
3 / 8
অনেকেই মুখ ধোয়ার জন্য গরম জল ব্যবহার করেন। কিন্তু জানেন কি, গরম জলে মুখ ধোয়া উচিত নয়? কারণ গরম জল ত্বকের তেল শুষে নেয়। ফলে ত্বকে রুক্ষতার সমস্যা দেখা দেয়।
4 / 8
ফেস ওয়াশ দিয়ে মুখ কমবেশি সকলেই ধুয়ে থাকেন। তবে নিজের ত্বকের ধরন অনুযায়ী ফেসওয়াশ বেছে নেওয়া উচিত। যেকোনও ফেস ওয়াশ ব্যবহার করার আগে বিশেষজ্ঞর পরামর্শ নিন।
5 / 8
মুখ ধোয়ার আগে হাত ধুয়ে নেওয়াটা ভীষণভাবে জরুরি। কারণ হাতে লেগে থাকে জীবানু যা ত্বকের ক্ষতি করে। এর থেকে ত্বকে ব্রণ, সংক্রমণের সমস্যা দেখা দেয়।
6 / 8
অনেকেই মুখ ধোয়ার সময় জোরে-জোরে ঘষেন। এইভাবে ঘষলে ত্বকের ক্ষতি হয়। তাই মুখ ধোয়ার সময় ঘষবেন না, আলতো হাতে ধুয়ে নিন।
7 / 8
ত্বক এক্সফ্লয়েট করা জরুরি। এতে ত্বকের মৃতকোষ অপসারিত হয়। কিন্তু তা বলে ঘন-ঘন ত্বক এক্সফ্লয়েট করা উচিত নয়।
8 / 8
অনেকেই মুখ পরিষ্কার করতে বা মেকআপ তুলতে ভেজা ওয়াইপস ব্যবহার করেন। কিন্তু জানেন কি এতে সুগন্ধি ও সারফ্যাক্ট্যান্টের মতো উপাদান থাকে, যা ত্বকের ক্ষতি করতে পারে। তাই এগুলি ব্যবহার করবেন না।