সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরিতে রানের ঝুলি পরিপূর্ণ করছেন। তেইশের ব্যাটারের কেরিয়ার এগোচ্ছে তরতরিয়ে। আর প্রেমজীবন? পঞ্জাব কা পুত্তরের হৃদয়ে কোন সারার বাস, খান না তেন্ডুলকর? জানতে আগ্রহের শেষ নেই। (ছবি:ইনস্টাগ্রাম)
মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের মেয়ে সারা নাকি একসময় ছিলেন শুভমনের 'সুইটহার্ট'। (ছবি:ইনস্টাগ্রাম)
সেই হৃদয়ে এখন অন্য সারার বাস। অভিনেত্রী সারা আলি খানের হৃদয়হরণ করেছেন গিল। (ছবি:ইনস্টাগ্রাম)
তবে এখন শোনা যাচ্ছে অন্য গুঞ্জন। শুভমনের সারা-প্রেমপর্ব নাকি অতীত। সেখানে ঢুকে পড়েছেন তৃতীয়জন। তাঁরও নামের আদ্যক্ষর 'এস'। নাম সোনম বাজওয়া!(ছবি:ইনস্টাগ্রাম)
হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গিলের দ্বিশতরানের পর জনৈক টুইটার ব্যবহারকারী এই ছবিটি দিয়ে ক্যাপশনে লেখেন, "শুভমন গিলের ব্যাক টু ব্যাক শতরানের বর্তমান অনুপ্রেরণা সোনম বাজওয়া।"(ছবি:ইনস্টাগ্রাম)
কে এই সোনম বাজওয়া? পঞ্জাবি মডেল, অভিনেত্রী সোনমের পুরো নাম সোনমপ্রীত বাজওয়া। ২০১২ সালে ফেমিনা মিস ইন্ডিয়ার প্রতিযোগী ছিলেন। পঞ্জাবি, তামিল, তেলেগু সিনেমার নায়িকা তিনি।(ছবি:ইনস্টাগ্রাম)
শুভমনের চেয়ে দশবছরের বড় সোনমের টক শোতে বহুদিন আগে অতিথি হয়ে এসেছিলেন গিল। ছবিটি তখনকার। তাহলে কি শেষমেশ পঞ্জাবি ছোরির দিকেই ঝুঁকলেন ক্রিকেটার?(ছবি:ইনস্টাগ্রাম)
গুঞ্জনের জবাব দিয়েছেন সোনম। সব জল্পনায় জল ঢেলে টুইটটি রিটুইট করে লেখেন, 'ইয়ে সারা কা সারা ঝুট হ্যায়'। সঙ্গে হাসির ইমোজি। অর্থাৎ, জল্পনা খারিজ করার পাশাপাশি সোনমও সামান্য মজা করলেন শুভমনের সঙ্গে। (ছবি:ইনস্টাগ্রাম)