
স্পেনের ইবিজায় এ বার অতিথি পিএসজির তারকা লিওনেল মেসি। সঙ্গী তাঁর স্ত্রী আন্তনেলা রোকুজ্জো।

ইবিজায় বিলাসবহুল ইয়টে একান্তে মেসি ও আন্তনেলাকে সময় কাটাতে দেখা গিয়েছে।

লিওনেল মেসি ও তাঁর স্ত্রী আন্তনেলা রোকুজ্জোকে এক ছবিতে দেখা গিয়েছে সূর্যাস্তের সময় গভীর চুম্বনে মগ্ন হতে।

বিয়ের ৫ বছর পরও তাঁদের প্রেমের রসায়ন যে কতটা মজবুত তা তাঁদের দেখেই বোঝা যায়।

লিও মেসির স্ত্রী ইবিজার ছুটি যে চুটিয়ে উপভোগ করছেন, তাঁর আপডেট দিচ্ছেন ইন্সটাগ্রামে। আন্তলেনা নিজের ইন্সটা স্টোরিতে তাঁরা যে হোটেলে রয়েছেন, তাঁর ঝলকও তুলে ধরেছেন।

সমুদ্রে সি গ্রিনে লাস্যময়ী আন্তনেলা। ইবিজায় বিলাসবহুল ইয়টে আন্তনেলা সূর্যের আভা উপভোগ করছেন সি গ্রিন বিকিনিতে।

সপ্তাহে প্রায় ৩ কোটি টাকা খরচ করে স্পেনের ইবিজাতে ছুটি কাটাচ্ছেন মেসি-আন্তনেলা ও ফ্যাব্রেগাস এবং তাঁর স্ত্রী ড্যানিয়েলা।