Bangla NewsPhoto gallery Lionel Messi and Cesc Fabregas and their Wags stay on private Island in Ibiza
Lionel Messi and Antonela Roccuzzo: ইবিজায় ছুটিতে একান্তে মেসি-আন্তোনেলা, দেখুন ছবি
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি (Lionel Messi) সমুদ্র সৈকতে ছুটি কাটাতে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর (Antonela Roccuzzo) সঙ্গে ইবিজায় উড়ে গেছেন। আন্তোনেলা ইনস্টাগ্রামে মেসির সঙ্গে তাঁর একান্তে ছুটি কাটানোর কিছু ছবি শেয়ার করেছেন। স্ত্রী আন্তোনেলার পাশাপাশি মেসিকে দেখা গিয়েছে প্রাক্তন বার্সেলোনা সতীর্থ সেস্ক ফ্যাব্রেগাস ও তাঁর স্ত্রীর সঙ্গেও সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে।