Bangla NewsPhoto gallery Lionel Messi missed penalty but Kylian Mbappe's goal help PSG to beat Real Madrid in Champions League
UEFA Champions League: পেনাল্টি মিস মেসির, রিয়ালের বিরুদ্ধে ত্রাতা এমবাপে
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) শেষ ১৬-র প্রথম লেগে ১-০ গোলে রিয়াল মাদ্রিদকে (Real Madrid) হারাল পিএসজি (PSG)। চোট সারিয়ে মাঠে ফিরে নেইমার নিজে গোল না পেলেও, করালেন এমবাপেকে (Kylian Mbappe) দিয়ে। তবে পেনাল্টি মিস করেন লিও মেসি (Lionel Messi)। হাইভোল্টেজ ম্যাচের দিকে বিশেষ নজর ছিল ফুটবলপ্রেমীদের। তবে লুকা মদ্রিচরা সেভাবে দাগ কাটতে পারেননি।