Ligue 1: মেসি-নেইমার-এমবাপে ত্রয়ীতেও জয় এল না পিএসজির ঝুলিতে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 16, 2023 | 1:53 PM

PSG vs Rennes: রেনের মাঠে লিগ ওয়ানের ম্যাচে হারের মুখ দেখল পিএসজি। লিগ ওয়ানের পয়েন্ট টেবলের পাঁচ নম্বরে থাকা দলের কাছে ১-০ ব্যবধানে হেরেছেন লিওনেল মেসিরা।

1 / 8
লিগ ওয়ানের (Ligue 1) পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছেন লিওনেল মেসিরা। লিগ টেবলের পাঁচ নম্বরে থাকা রেনের (Rennes) ঘরের মাঠে হারের মুখ দেখতে হয়েছে পিএসজিকে (PSG)। (ছবি-রেনে টুইটার)

লিগ ওয়ানের (Ligue 1) পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছেন লিওনেল মেসিরা। লিগ টেবলের পাঁচ নম্বরে থাকা রেনের (Rennes) ঘরের মাঠে হারের মুখ দেখতে হয়েছে পিএসজিকে (PSG)। (ছবি-রেনে টুইটার)

2 / 8
কাতার বিশ্বকাপের পর পিএসজি জার্সিতে একসঙ্গে রেনের বিরুদ্ধে দেখা গেল মেসি-নেইমার-এমবাপে ত্রয়ীকে। এই ত্রয়ী মাঠে থাকার পরও ম্যাচ জমল না। রেনের মাঠে ১-০ ব্যবধানে হেরে মাঠ ছেড়েছেন মেসিরা। (ছবি-পিএসজি টুইটার)

কাতার বিশ্বকাপের পর পিএসজি জার্সিতে একসঙ্গে রেনের বিরুদ্ধে দেখা গেল মেসি-নেইমার-এমবাপে ত্রয়ীকে। এই ত্রয়ী মাঠে থাকার পরও ম্যাচ জমল না। রেনের মাঠে ১-০ ব্যবধানে হেরে মাঠ ছেড়েছেন মেসিরা। (ছবি-পিএসজি টুইটার)

3 / 8
প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। পুরো ম্যাচে দাপট দেখায় রেনে। গোটা ম্যাচ জুড়ে মাত্র একটি শটই টার্গেটে ছিল নেইমারদের। সেটিও জালে জড়ায়নি। (ছবি-লিগ ওয়ান টুইটার)

প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। পুরো ম্যাচে দাপট দেখায় রেনে। গোটা ম্যাচ জুড়ে মাত্র একটি শটই টার্গেটে ছিল নেইমারদের। সেটিও জালে জড়ায়নি। (ছবি-লিগ ওয়ান টুইটার)

4 / 8
ম্যাচের ৬৫ মিনিটের মাথায় রেনের হামারি ট্রাওরের (Hamari Traore) একমাত্র ও জয়সূচক গোল। লিগ ওয়ানে রেনেই এমন দল, যারা পিএসজির বিরুদ্ধে সব চেয়ে বেশি ম্যাচে (৬ বার) জিতেছে। (ছবি-লিগ ওয়ান টুইটার)

ম্যাচের ৬৫ মিনিটের মাথায় রেনের হামারি ট্রাওরের (Hamari Traore) একমাত্র ও জয়সূচক গোল। লিগ ওয়ানে রেনেই এমন দল, যারা পিএসজির বিরুদ্ধে সব চেয়ে বেশি ম্যাচে (৬ বার) জিতেছে। (ছবি-লিগ ওয়ান টুইটার)

5 / 8
পিএসজি পর পর দু'টি অ্যাওয়ে ম্যাচে হেরেছে। মেসি-নেইমার-এমবাপেরা যে ছন্দে ছিলেন না তা স্কোরলাইন দেখে বোঝা যায়। (ছবি-লিগ ওয়ান টুইটার)

পিএসজি পর পর দু'টি অ্যাওয়ে ম্যাচে হেরেছে। মেসি-নেইমার-এমবাপেরা যে ছন্দে ছিলেন না তা স্কোরলাইন দেখে বোঝা যায়। (ছবি-লিগ ওয়ান টুইটার)

6 / 8
ঘরের মাঠে পিএসজির বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলেছে রেনে। পিএসজিকে হারিয়ে ঘরের মাঠে টানা ৯টি ম্যাচ জিতল রেনে। (ছবি-লিগ ওয়ান টুইটার)

ঘরের মাঠে পিএসজির বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলেছে রেনে। পিএসজিকে হারিয়ে ঘরের মাঠে টানা ৯টি ম্যাচ জিতল রেনে। (ছবি-লিগ ওয়ান টুইটার)

7 / 8
রেনের বিরুদ্ধে শুরু থেকে ছিলেন না ২৪ বছর বয়সী ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। পরিবর্ত হিসেবে নেমেছিলেন, কিন্তু গোল করতে পারেননি। উল্লেখ্য, ইতিমধ্যেই লিগ ওয়ানের ২০০তম ম্যাচে খেলেছেন এমবাপে।  (ছবি-পিএসজি টুইটার)

রেনের বিরুদ্ধে শুরু থেকে ছিলেন না ২৪ বছর বয়সী ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। পরিবর্ত হিসেবে নেমেছিলেন, কিন্তু গোল করতে পারেননি। উল্লেখ্য, ইতিমধ্যেই লিগ ওয়ানের ২০০তম ম্যাচে খেলেছেন এমবাপে। (ছবি-পিএসজি টুইটার)

8 / 8
উল্লেখ্য, এই ম্যাচে হারের ফলে, পিএসজির খুব ক্ষতি হয়নি। তবে পয়েন্ট টেবলের দু'নম্বরে থাকা লেন্সের থেকে আরও পয়েন্ট বাড়ানোর সুযোগটা নষ্ট করেছে পিএসজি। ১৯ ম্যাচে লেনসের পয়েন্ট ৪৪। অন্যদিকে সম সংখ্যাক ম্যাচ খেলে পিএসজির পয়েন্ট ৪৭। (ছবি-পিএসজি টুইটার)

উল্লেখ্য, এই ম্যাচে হারের ফলে, পিএসজির খুব ক্ষতি হয়নি। তবে পয়েন্ট টেবলের দু'নম্বরে থাকা লেন্সের থেকে আরও পয়েন্ট বাড়ানোর সুযোগটা নষ্ট করেছে পিএসজি। ১৯ ম্যাচে লেনসের পয়েন্ট ৪৪। অন্যদিকে সম সংখ্যাক ম্যাচ খেলে পিএসজির পয়েন্ট ৪৭। (ছবি-পিএসজি টুইটার)