
ম্যাচের ১০ মিনিটের মাথায় পেনাল্টি পায় পিএসজি (PSG)। শট নেন ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। তাঁর মারা শট বাঁচিয়ে দেন মন্টপেলিয়ারের গোলকিপার বেঞ্জামিন লেকোমতে। এমবাপে পেনাল্টি নেওয়ার ঠিক আগেই প্রতিপক্ষ ফুটবলাররা বক্সে ঢুকে পড়ায় ফলে, রেফারি আরও এক বার পেনাল্টি নিতে বলেন এমবাপেকে। সে বার এমবাপের শট পোস্টে লেগে ফিরে আসে। (ছবি-টুইটার)

ম্যাচের ২১ মিনিটের মাথায় কিলিয়ান এমবাপে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন। চোট পেয়ে মাঠের মধ্যেই শুয়ে পড়েন এমবাপে। মেডিকেল টিম তাঁকে মাঠ থেকে নিয়ে যায়। তাঁর বদলে মাঠে আসেন হুগো একিতিকে। (ছবি-টুইটার)

ম্যাচের প্রথমার্ধে পিএসজি ভালো পারফর্ম করেও গোলের দেখা পায়নি। যার ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। (ছবি-টুইটার)

ম্যাচের ৫৫ মিনিটের মাথায় মন্টপেলিয়ারের জাল কাঁপানোর সুযোগ পান আশরফ হাকিমি। কিন্তু তাঁর শট আটকে দেন মন্টপেলিয়ারের গোলকিপার। এমন সময় হুগো একিতিকে বল পাস দেন ফ্যাবিয়ান রুইজকে। গোল করতে কোনও ভুল করেননি পিএসজির মিডফিল্ডার। (ছবি-টুইটার)

ম্যাচের ৭২ মিনিটের মাথায় ফ্যাবিয়ান রুইজের পাস থেকে বিপক্ষের জালে বল জড়িয়ে দেন লিওনেল মেসি। ম্যাচের স্কোরলাইন গিয়ে দাঁড়ায় ২-০। (ছবি-টুইটার)

৮৯ মিনিটের মাথায় মন্টপেলিয়ারের হয়ে একটি গোল শোধ করেন আর্নড নর্ডিন। তার ফলে যদিও পিএসজির জিততে সমস্যা হয়নি। (ছবি-টুইটার)

অতিরিক্ত সময়ে (৯০+২ মিনিটে) পিএসজির হয়ে তৃতীয় গোলটি করেন ওয়ারেন জাইর-এমেরির। সেই গোলের পাস বাড়ান মরক্কোর তারকা আশরফ হাকিমি। শেষ অবধি ৩-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়েন মেসিরা। (ছবি-টুইটার)

ম্যাচের শেষে কিলিয়ান এমবাপের চোট নিয়ে মুখ খুলেছেন পিএসজি কোচ ক্রিস্টোফ গাল্টিয়ের। তিনি বলেন, ‘‘এমবাপের হাঁটু এবং উরুতে লেগেছে। তাই ওকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইনি। যদিও খুব একটা চিন্তার কিছু নেই। ম্যাচের মধ্যে হামেশাই এই ধরণের চোট লেগেই থাকে।’’ (ছবি-টুইটার)