Lionel Messi: ৩৫ এর লিওনেল মেসির সাফল্যমণ্ডিত কেরিয়ারের ঝলক দেখুন ছবিতে…

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 24, 2022 | 10:00 AM

১৯৮৭ সালের আজকের দিনে আর্জেন্টিনার রোসারিওতে জন্ম হয়েছিল লিওনেল মেসির (Lionel Messi)। বার্সেলোনায় কেরিয়ারের সোনালি সময় কাটিয়ে এখন পিএসজির জার্সিতে ফুল ফোটাচ্ছেন মেসি। একইসঙ্গে দেশের জার্সিতেও মেসি গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। আজ, মেসির জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর কেরিয়ার জুড়ে যে সকল সাফল্য তাঁকে মুড়ে রেখেছে...

1 / 6
২০০০ সালের ১৪ ডিসেম্বরে বার্সেলোনার ইউথ অ্যাকাডেমিতে যোগ দেন মেসি। বার্সার টেকনিক্যাল ডিরেক্টর রেস্যাক লাঞ্চ টেবল থেকে একখানা টিস্যু পেপার তুলে তাতেই লিখে ফেলেন চুক্তি।

২০০০ সালের ১৪ ডিসেম্বরে বার্সেলোনার ইউথ অ্যাকাডেমিতে যোগ দেন মেসি। বার্সার টেকনিক্যাল ডিরেক্টর রেস্যাক লাঞ্চ টেবল থেকে একখানা টিস্যু পেপার তুলে তাতেই লিখে ফেলেন চুক্তি।

2 / 6
বার্সার সঙ্গে দীর্ঘ ২১ বছরের কেরিয়ারে সবথেকে বেশি ম্যাচে (৭৭৮ টি) খেলেছিলেন মেসি। বার্সেলোনার হয়ে সব থেকে বেশি গোলও (৬৭২টি) করেছেন। শুধু তাই নয়, বার্সেলোনার হয়ে ৩৪ টি ট্রফি জিতেছেন মেসি।

বার্সার সঙ্গে দীর্ঘ ২১ বছরের কেরিয়ারে সবথেকে বেশি ম্যাচে (৭৭৮ টি) খেলেছিলেন মেসি। বার্সেলোনার হয়ে সব থেকে বেশি গোলও (৬৭২টি) করেছেন। শুধু তাই নয়, বার্সেলোনার হয়ে ৩৪ টি ট্রফি জিতেছেন মেসি।

3 / 6
বার্সার হয়ে একাধিক সাফল্য রয়েছে লিওনেল মেসির নামের পাশে। তবে দেশের জার্সিতেও মেসি অত্যন্ত সফল, তা নিঃসন্দেহে বলা যায়। দেশের জার্সিতে খেলে পেলে, পুসকাসের মতো কিংবদন্তিদের টপকে গিয়েছেন মেসি। এর মধ্যে ২০২১ সালে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ের গর্বের মুহূর্তও রয়েছে।

বার্সার হয়ে একাধিক সাফল্য রয়েছে লিওনেল মেসির নামের পাশে। তবে দেশের জার্সিতেও মেসি অত্যন্ত সফল, তা নিঃসন্দেহে বলা যায়। দেশের জার্সিতে খেলে পেলে, পুসকাসের মতো কিংবদন্তিদের টপকে গিয়েছেন মেসি। এর মধ্যে ২০২১ সালে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ের গর্বের মুহূর্তও রয়েছে।

4 / 6
বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে অগস্টে পিএসজিতে যোগ দেন মেসি। এখনও অবধি পিএসজির হয়ে ২৬ টি ম্যাচে খেলে ৬টি গোল করেছেন মেসি।

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে অগস্টে পিএসজিতে যোগ দেন মেসি। এখনও অবধি পিএসজির হয়ে ২৬ টি ম্যাচে খেলে ৬টি গোল করেছেন মেসি।

5 / 6
কয়েকদিন আগেই মেসি ১০০ গোলের মাইলফলক পার করলেন আর্জেন্টিনা জার্সিতে। সঠিক নম্বরটি ১০২। শতকের মাইলফলক পেরোতে হ্যাটট্রিক প্রয়োজন ছিল ১০ নম্বর জার্সির আর্জেন্টাইন তারকার। স্পেনের প্যামপ্লোনায় প্রীতি ম্যাচে দলের পাঁচটি গোল করেন তিনি। ১০২ গোলের মধ্যে ৮৬টি আর্জেন্টিনা সিনিয়র দলের হয়ে। বাকি গোলগুলি অনূর্ধ্ব ২০ স্তর, প্রীতি ম্যাচ, বেজিং অলিম্পিক সব মিলিয়ে। সাতবার প্রতিপক্ষ দলের বিরুদ্ধে তিনটি করে গোল করেছিলেন। প্রতিপক্ষগুলি হল-বলিভিয়া, ব্রাজিল, সুইৎজারল্যান্ড, গুয়াতেমালা, পানামা, ইকুয়েদর এবং হাইতি।

কয়েকদিন আগেই মেসি ১০০ গোলের মাইলফলক পার করলেন আর্জেন্টিনা জার্সিতে। সঠিক নম্বরটি ১০২। শতকের মাইলফলক পেরোতে হ্যাটট্রিক প্রয়োজন ছিল ১০ নম্বর জার্সির আর্জেন্টাইন তারকার। স্পেনের প্যামপ্লোনায় প্রীতি ম্যাচে দলের পাঁচটি গোল করেন তিনি। ১০২ গোলের মধ্যে ৮৬টি আর্জেন্টিনা সিনিয়র দলের হয়ে। বাকি গোলগুলি অনূর্ধ্ব ২০ স্তর, প্রীতি ম্যাচ, বেজিং অলিম্পিক সব মিলিয়ে। সাতবার প্রতিপক্ষ দলের বিরুদ্ধে তিনটি করে গোল করেছিলেন। প্রতিপক্ষগুলি হল-বলিভিয়া, ব্রাজিল, সুইৎজারল্যান্ড, গুয়াতেমালা, পানামা, ইকুয়েদর এবং হাইতি।

6 / 6
লিওনেল মেসির সাফল্যে ভরা ফুটবল কেরিয়ারে রয়েছে ৭ খানা ব্যালন ডি'ওর। ২০০৯ সালে প্রথম বার ব্যালন ডি'ওর হাতে নিয়েছিলেন মেসি। এরপর ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ ও ২০২১ সাল মিলিয়ে ৭ খানা ব্যালন ডি'ওর ট্রফি রয়েছে মেসির ট্রফি ক্যাবিনেটে।

লিওনেল মেসির সাফল্যে ভরা ফুটবল কেরিয়ারে রয়েছে ৭ খানা ব্যালন ডি'ওর। ২০০৯ সালে প্রথম বার ব্যালন ডি'ওর হাতে নিয়েছিলেন মেসি। এরপর ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ ও ২০২১ সাল মিলিয়ে ৭ খানা ব্যালন ডি'ওর ট্রফি রয়েছে মেসির ট্রফি ক্যাবিনেটে।

Next Photo Gallery