UEFA Champions League: গোল নেই মেসি-নেইমার-এমবাপে ত্রয়ীর, ড্র পিএসজির

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) গ্রুপ-এ তে নিজেদের প্রথম ম্যাচে ক্লাব ব্রুগের (Club Brugge) সঙ্গে ১-১ ড্র করেছে পিএসজি (PSG)। ব্রুগের ঘরের মাঠে পিএসজির ত্রয়ী মেসি-নেইমার-এমবাপে একসঙ্গে খেলেন। কিন্তু গোল পাননি তিন জনের একজনও। ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে কোনও গোলের দেখা মেলেনি। এই ম্যাচে ড্রয়ের ফলে এক পয়েন্ট নিয়ে দু'নম্বরে রয়েছে মরিসিও পচেত্তিনোর ছেলেরা।

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 16, 2021 | 9:53 AM

1 / 5
পিএসজির হয়ে এই দ্বিতীয় ম্যাচ খেললেন আর্জেন্টাই সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi)। তবে গোলের মুখ দেখলেন না। (সৌজন্যে-পিএসজি টুইটার)

পিএসজির হয়ে এই দ্বিতীয় ম্যাচ খেললেন আর্জেন্টাই সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi)। তবে গোলের মুখ দেখলেন না। (সৌজন্যে-পিএসজি টুইটার)

2 / 5
ব্রুগের বিরুদ্ধে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নেইমারও গোল পাননি।(সৌজন্যে-পিএসজি টুইটার)

ব্রুগের বিরুদ্ধে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নেইমারও গোল পাননি।(সৌজন্যে-পিএসজি টুইটার)

3 / 5
নিজে গোল না পেলেও একটি গোলে সহায়তা করেছেন এমবাপে। তবে দ্বিতীয়ার্ধে চোটের কারণে মাঠ ছাড়েন তিনি।(সৌজন্যে-পিএসজি টুইটার)

নিজে গোল না পেলেও একটি গোলে সহায়তা করেছেন এমবাপে। তবে দ্বিতীয়ার্ধে চোটের কারণে মাঠ ছাড়েন তিনি।(সৌজন্যে-পিএসজি টুইটার)

4 / 5
ম্যাচের ১৫ মিনিটে কিলিয়ান এমবাপের পাশ থেকে পিএসজির হয়ে একমাত্র গোলটি করেন আন্দের এরেরা।(সৌজন্যে-পিএসজি টুইটার)

ম্যাচের ১৫ মিনিটে কিলিয়ান এমবাপের পাশ থেকে পিএসজির হয়ে একমাত্র গোলটি করেন আন্দের এরেরা।(সৌজন্যে-পিএসজি টুইটার)

5 / 5
২৭ মিনিটে ক্লাব ব্রুগকে সমতায় ফেরান হান্স ভানাকেন। (সৌজন্যে-ক্লাব ব্রুগ টুইটার)

২৭ মিনিটে ক্লাব ব্রুগকে সমতায় ফেরান হান্স ভানাকেন। (সৌজন্যে-ক্লাব ব্রুগ টুইটার)