Bangla NewsPhoto gallery Lionel Messi's First Goal In PSG return After became World Cup champion with Argentina
Lionel Messi: বিশ্বজয়ের পর মাঠে নেমেই গোল মেসির, জিতল পিএসজি
PSG: লিগ ওয়ানে পয়েন্ট টেবলের শীর্ষস্থান ধরে রাখল পিএসজি। আর্জেন্টিনাকে (Agentina) তৃতীয় বার বিশ্ব চ্যাম্পিয়ন করার পর, বেশ কয়েকদিন ফুটবল থেকে ছুটি নিয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। এ বার ক্লাব ফুটবলে ফিরেই গোল করেছেন মেসি। অ্যাঙ্গারসদের (Angers) বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতেছে পিএসজি।