২০২২ সালের ৩০ ডিসেম্বর ইহজগতের মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ফুটবল সম্রাট পেলে (Pele)। অ্যাঙ্গারসদের বিরুদ্ধে লিগ ওয়ানের ম্যাচে নামার আগে পিএসজি ও অ্যাঙ্গারসের ফুটবলাররা পেলেকে শ্রদ্ধা জানান। (ছবি-পিএসজি টুইটার)
লিগ ওয়ানের ম্যাচে অ্যাঙ্গারসদের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতে লিগ টেবলের শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। (ছবি-পিএসজি টুইটার)
ম্যাচের ৫ মিনিটের মাথায় মুকিএলের ক্রস থেকে অ্যাঙ্গারসদের জালে বল জড়িয়ে দেন পিএসজির স্ট্রাইকার হুগো একিটি (Hugo Ekitike)। (ছবি-পিএসজি টুইটার)
ম্যাচের ২৫ মিনিটের মাথায় সের্গিও রামোস ফের এগিয়েই দিচ্ছিলেন পিএসজিকে। লিও মেসির দেওয়া পাসে সেন্টার ব্যাক থেকে শট নিয়েছিলেন তিনি। তবে সেই শট জাল অবধি পৌঁছায়নি। (ছবি-পিএসজি টুইটার)
মেসি-নেইমারদের ছাড়া পিএসজি লিগ ওয়ানে তাদের গত ম্যাচে ৩-১ ব্যবধানে হেরেছিল। তবে মেসি এই ম্যাচে ফিরতেই ফের জয়ের মুখ দেখল পিএসজি। (ছবি-পিএসজি টুইটার)
ম্যাচের ৭২ মিনিটের মাথায় মুকিএলের পাস থেকে পিএসজির হয়ে ব্যবধান বাড়ন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi)। (ছবি-পিএসজি টুইটার)
পুরো ম্যাচ মাঠে থেকেও গোলের দেখা পাননি ব্রাজিলিয়ান তারকা নেইমার। ৯০+২ মিনিটের মাথায় হলুদ কার্ডও দেখেন নেইমার। (ছবি-পিএসজি টুইটার)