লিওনেল মেসি (Lionel Messi)। নামটার সঙ্গে আট থেকে আশির একটা আলাদা আবেগ জড়িয়ে রয়েছে। কাতারেই কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। ২০০৬ সালে বিশ্বকাপে অভিষেক হয়েছিল মেসির। এরপর আরও তিনটি বিশ্বকাপে খেলেছেন তিনি। এ বার মেসি কেরিয়ারের পঞ্চম বিশ্বকাপে খেলতে চলেছেন। (ছবি-টুইটার)
বিশ্বকাপে মোট চার বার খেলেছেন মেসি (২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮)। এর মধ্যে ২০১০ সালের বিশ্বকাপে কোনও গোল করতে পারেননি মেসি। এ ছাড়া বাকি তিন সংস্করণে মোট ৬টি গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার। (ছবি-টুইটার)
অভিষেক বিশ্বকাপেই গোলের দেখা পেয়েছিলেন লিওনেল মেসি। তিনি প্রথম গোল করেছিলেন জার্মানিতে, ২০০৬ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে সার্বিয়া এবং মন্টিনিগ্রোর বিরুদ্ধে। (ছবি-টুইটার)
১৮ বছর ৩৫৭ দিন বয়সে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ফিফা বিশ্বকাপে প্রথম গোল করেন লিওনেল মেসি। (ছবি-টুইটার)
বিশ্বকাপে চার বার অংশগ্রহণ করে ৬টি গোল করেছেন মেসি। কোনও বারই মেসি ফিফা বিশ্বকাপের নকআউটে গোল করতে পারেননি। তাঁর ছ'টি গোলই এসেছে গ্রুপ পর্বে। (ছবি-টুইটার)