Lipstick: আপনার লুকের সঙ্গে কোন লিপস্টিকের শেড হবে পারফেক্ট, দেখে নিন এক নজরে!

লিপস্টিক পড়তে সব নারীরাই ভালবাসেন। কিন্তু অনেকেই মনে করেন হয়তো গাঢ় রঙের লিপস্টিক মানাবে না। আবার কেউ কেউ নিজের লুকের সঙ্গে কোন লিপস্টিকটা পড়বেন বুঝতে পারেন না। তাই খোঁজ রইল এমন কয়েকটি লিপস্টিক শেডের যা ভারতীয় নারীদের করে তুলবে আরও সুন্দর।

| Edited By: megha

Sep 16, 2021 | 2:47 PM

1 / 6
রেড: হাউস পার্টি হোক বা দীপাবলি, সব উৎসবেই যে কোনও পোশাকের সঙ্গে নজর কাড়বে আপনার লাল ঠোঁট।

রেড: হাউস পার্টি হোক বা দীপাবলি, সব উৎসবেই যে কোনও পোশাকের সঙ্গে নজর কাড়বে আপনার লাল ঠোঁট।

2 / 6
ফুসিয়া: বন্ধুদের সঙ্গে নাইট আউটে যাবেন ভাবছেন? ঠোঁটে লাগিয়ে নিতে পারেন ফুসিয়া রঙের লিপস্টিক।

ফুসিয়া: বন্ধুদের সঙ্গে নাইট আউটে যাবেন ভাবছেন? ঠোঁটে লাগিয়ে নিতে পারেন ফুসিয়া রঙের লিপস্টিক।

3 / 6
ন্যুড: অফিস লুকের সঙ্গে দারুণ মানান সই ন্যুড শেডের লিপস্টিক।

ন্যুড: অফিস লুকের সঙ্গে দারুণ মানান সই ন্যুড শেডের লিপস্টিক।

4 / 6
অরেঞ্জ রেড: যে কোনও অনুষ্ঠানে নজর কাড়ার জন্য পারফেক্ট অরেঞ্জ লিপস্টিক।

অরেঞ্জ রেড: যে কোনও অনুষ্ঠানে নজর কাড়ার জন্য পারফেক্ট অরেঞ্জ লিপস্টিক।

5 / 6
মভ: যে কোনও সাজের সঙ্গে ব্যবহার করতে পারেন লিপস্টিকের এই শেড।

মভ: যে কোনও সাজের সঙ্গে ব্যবহার করতে পারেন লিপস্টিকের এই শেড।

6 / 6
প্লাম: এই রঙ আপনাকে করে তুলবে আরও সুন্দরী।

প্লাম: এই রঙ আপনাকে করে তুলবে আরও সুন্দরী।