Lipstick: আপনার লুকের সঙ্গে কোন লিপস্টিকের শেড হবে পারফেক্ট, দেখে নিন এক নজরে!
লিপস্টিক পড়তে সব নারীরাই ভালবাসেন। কিন্তু অনেকেই মনে করেন হয়তো গাঢ় রঙের লিপস্টিক মানাবে না। আবার কেউ কেউ নিজের লুকের সঙ্গে কোন লিপস্টিকটা পড়বেন বুঝতে পারেন না। তাই খোঁজ রইল এমন কয়েকটি লিপস্টিক শেডের যা ভারতীয় নারীদের করে তুলবে আরও সুন্দর।