CWG 2022: সোনায় সোহাগা, শেষদিনেও দ্যুতি ছড়িয়ে গেলেন যাঁরা
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Aug 09, 2022 | 8:30 AM
Gold Medalist: কমনওয়েলথ গেমসের শেষদিন অর্থাৎ সোমবারও ভারতের ঝুলিতে এল মোট ছয়টি পদক। তার মধ্যে চারটিই সোনার পদক। শেষদিনে সোনায় সোহাগা হয়ে দেশে ফেরার বিমান ধরবেন পিভি সিন্ধু, শরথ কমলরা।
1 / 6
কমনওয়েলথ গেমসের শেষদিন অর্থাৎ সোমবারও ভারতের ঝুলিতে এল মোট ছয়টি পদক। তার মধ্যে চারটিই সোনার পদক। শেষদিনে সোনায় সোহাগা হয়ে দেশে ফেরার বিমান ধরবেন পিভি সিন্ধু, শরথ কমলরা। (ছবি:টুইটার)
2 / 6
তিনি দেশের সোনার টুকরো মেয়ে। বার্মিংহ্যামে পিভি সিন্ধুর সোনা জয়ে একবার অনুরণিত হল জনগণমন। ব্যাডমিন্টনে মেয়েদের সিঙ্গলসে সোনা জিতলেন সিন্ধু।(ছবি:টুইটার)
3 / 6
ছোটা প্যাকেট বড়া ধামাকা। ২০ বছরের লক্ষ্য সেন কমনওয়েলথ গেমসের অভিষেকেই বাজমাত করেছেন। ছেলেদের সিঙ্গলসে লক্ষ্যের সোনা জয়ে সবার উঁচুতে রইল তেরঙা।(ছবি:টুইটার)
4 / 6
লক্ষ্য সেনের মধ্যে ভবিষ্যতের অলিম্পিক মেডেলিস্টকে দেখতে পাচ্ছে দেশবাসী। লক্ষ্যরও পরবর্তী লক্ষ্য প্যারিস অলিম্পিক।(ছবি:টুইটার)
5 / 6
চল্লিশেও কামাল শরথ কমলের। টেবিল টেনিস সিঙ্গলসে সোনা-সহ মোট চারটি পদক নিয়ে দেশে ফিরছেন শরথ।(ছবি:টুইটার)
6 / 6
ব্যাডমিন্টনে শেষ সোনার পদক এল সাত্বিকসাইরাজ রেনকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটির হাত ধরে। (ছবি:টুইটার)