EFL Cup: জোটার জোড়া গোলে আর্সেনালকে হারিয়ে ফাইনালে লিভারপুল
এমিরেটস স্টেডিয়ামে ইএফএল কাপের (EFL Cup) সেমিফাইনালের ফিরতি লেগে ২-০ গোলে আর্সেনালকে (Arsenal) হারাল লিভারপুল (Liverpool)। দিয়োগো জোটার (Diogo Jota) জোড়া গোলের সুবাদে কারাবাও কাপের (Carabao Cup) ফাইনালে পৌঁছে গেল লিভারপুল। ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামে থমাস তুচেলের চেলসির মুখে নামবে লিভারপুল।