Premier League: আর্সেনালকে হারিয়ে সিটির সঙ্গে তফাত কমাল লিভারপুল

প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে বৃহস্পতিবার এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। ইপিএলে দুরন্ত ছন্দে রয়েছে ক্লপের দল। ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার সিটি গোলশূন্য ড্র করার ফলে গুয়ার্দিওলার দলের সঙ্গে পয়েন্টের পার্থক্য কমানোর সুযোগ পেল লিভারপুল। ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবলে এক নম্বরে রয়েছে ম্যান সিটি। এবং সম সংখ্যক ম্যাচে খেলে ৬৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে লিভারপুল।

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 17, 2022 | 1:14 PM

1 / 4
গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। (ছবি-প্রিমিয়ার লিগ টুইটার)

গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। (ছবি-প্রিমিয়ার লিগ টুইটার)

2 / 4
৫৪ মিনিটের মাথায় থিয়েগো আলকানতারার পাস থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন দিয়োগো জোটা (Diogo Jota)। (ছবি-লিভারপুল টুইটার)

৫৪ মিনিটের মাথায় থিয়েগো আলকানতারার পাস থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন দিয়োগো জোটা (Diogo Jota)। (ছবি-লিভারপুল টুইটার)

3 / 4
৬২ মিনিটের মাথায় রবার্টসনের পাস থেকে স্কোরলাইন ২-০ করেন রবার্তো ফিরমিনো (Roberto Firmino)। (ছবি-লিভারপুল টুইটার)

৬২ মিনিটের মাথায় রবার্টসনের পাস থেকে স্কোরলাইন ২-০ করেন রবার্তো ফিরমিনো (Roberto Firmino)। (ছবি-লিভারপুল টুইটার)

4 / 4
এই ম্যাচে জয়ের পর ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে পয়েন্টের আরও ব্যবধান কমাল লিভারপুল।  (ছবি-লিভারপুল টুইটার)

এই ম্যাচে জয়ের পর ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে পয়েন্টের আরও ব্যবধান কমাল লিভারপুল। (ছবি-লিভারপুল টুইটার)