Premier League: ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে দুরন্ত জয় লিভারপুলের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 17, 2022 | 10:17 AM

অ্যানফিল্ডে রবিবার প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে ব্রেন্টফোর্ডের (Brentford) মুখে নেমেছিল লিভারপুল (Liverpool)। ঘরের মাঠে ৩-০ গোলে ব্রেন্টফোর্ডকে হারিয়ে ইপিএলের (EPL) লিগ তালিকায় দু'নম্বরে উঠে এল ক্লপের দল। এখনও পর্যন্ত ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট পেয়েছে লিভারপুল। লিগ তালিকায় তিনে রয়েছে চেলসি। ক্লপের দলের থেকে এক ম্যাচ বেশি খেলে ব্লুজদের পয়েন্ট ৪৩। ইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬।

1 / 4
অ্যালেক্সজান্ডার আর্নল্ডের পাস থেকে লিভারপুলের হয়ে প্রথম গোলটি করেন ফ্যাবিনো (Fabinho)। (ছবি-লিভারপুল টুইটার)

অ্যালেক্সজান্ডার আর্নল্ডের পাস থেকে লিভারপুলের হয়ে প্রথম গোলটি করেন ফ্যাবিনো (Fabinho)। (ছবি-লিভারপুল টুইটার)

2 / 4
রবার্টসনের পাস থেকে দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন অ্যালেক্স ওক্সালেড-চেম্বারলিয়ান (Alex Oxlade-Chamberlain)। (ছবি-লিভারপুল টুইটার)

রবার্টসনের পাস থেকে দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন অ্যালেক্স ওক্সালেড-চেম্বারলিয়ান (Alex Oxlade-Chamberlain)। (ছবি-লিভারপুল টুইটার)

3 / 4
৭৭ মিনিটে রবার্তো ফিরমিনের পাস থেকে ক্লপের দলের হয়ে তৃতীয় গোলটি করেন তাকুমি মিনামিনো (Takumi Minamino)। (ছবি-লিভারপুল টুইটার)

৭৭ মিনিটে রবার্তো ফিরমিনের পাস থেকে ক্লপের দলের হয়ে তৃতীয় গোলটি করেন তাকুমি মিনামিনো (Takumi Minamino)। (ছবি-লিভারপুল টুইটার)

4 / 4
থমাস তুচেলের চেলসিকে পিছনে ফেলে লিগ টেবলের দু'নম্বরে উঠে এল ক্লপের লিভারপুল। (ছবি-লিভারপুল টুইটার)

থমাস তুচেলের চেলসিকে পিছনে ফেলে লিগ টেবলের দু'নম্বরে উঠে এল ক্লপের লিভারপুল। (ছবি-লিভারপুল টুইটার)

Next Photo Gallery