Premier League: ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে দুরন্ত জয় লিভারপুলের
অ্যানফিল্ডে রবিবার প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে ব্রেন্টফোর্ডের (Brentford) মুখে নেমেছিল লিভারপুল (Liverpool)। ঘরের মাঠে ৩-০ গোলে ব্রেন্টফোর্ডকে হারিয়ে ইপিএলের (EPL) লিগ তালিকায় দু'নম্বরে উঠে এল ক্লপের দল। এখনও পর্যন্ত ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট পেয়েছে লিভারপুল। লিগ তালিকায় তিনে রয়েছে চেলসি। ক্লপের দলের থেকে এক ম্যাচ বেশি খেলে ব্লুজদের পয়েন্ট ৪৩। ইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬।