Premier League: সালাহর জোড়া গোলে মার্সিসাইড ডার্বিতে এভার্টনকে হারাল লিভারপুল
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Dec 02, 2021 | 1:14 PM
গুডিসন পার্কে প্রিমিয়ার লিগে (Premier League) মার্সিসাইড ডার্বিতে এভার্টনকে (Everton) ৪-১ গোলে হারাল লিভারপুল (Liverpool)। রেডসদের হয়ে জোড়া গোল রয়েছে মিশরের রাজপুত্রর। ইপিএলে (EPL) টানা তিন ম্যাচে ৪টি গোল করেছে ক্লপের দল। ১৪ ম্যাচের ৯টিতে জয়, ৪টিতে ড্র ও ১টিতে হেরে ৩১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তিন নম্বরে রয়েছেন মহম্মদ সালাহরা। আর্সেনাল, সাউদাম্পটন ও এভার্টনকে লিগের ম্যাচে পরপর হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে ফেলল রেডসরা।
1 / 5

ম্যাচের বয়স যখন মাত্র ৯ মিনিট তখন রবার্টসনের পাস থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন জর্ডান হেন্ডারসন (Jordan Henderson)।
2 / 5

নিজে গোল করার ১০ মিনিট পরই হেন্ডারসন এক নিখুঁত পাস দেন সালাহকে। ১৯ মিনিটে স্কোরলাইন ২-০ করেন মিশরের রাজপুত্র মহম্মদ সালাহ (Mohamed Salah)।
3 / 5

ম্যাচের ৩৮ মিনিটে রিচার্লিসনের পাস থেকে এভার্টনের হয়ে এক গোল শোধ করেন দেমারাই গ্রে (Demarai Gray)।
4 / 5

৬৪ মিনিটে সালাহর দ্বিতীয় গোল। ফের ৩-১ এগিয়ে যায় রেডসরা।
5 / 5

৭৯ মিনিটে রবার্টসনের (Robertson) পাস থেকে লিভারপুলের হয়ে চতুর্থ গোলটি করেন দিয়োগো জোটা (Diogo Jota)।