Premier League: সালাহর জোড়া গোলে মার্সিসাইড ডার্বিতে এভার্টনকে হারাল লিভারপুল
গুডিসন পার্কে প্রিমিয়ার লিগে (Premier League) মার্সিসাইড ডার্বিতে এভার্টনকে (Everton) ৪-১ গোলে হারাল লিভারপুল (Liverpool)। রেডসদের হয়ে জোড়া গোল রয়েছে মিশরের রাজপুত্রর। ইপিএলে (EPL) টানা তিন ম্যাচে ৪টি গোল করেছে ক্লপের দল। ১৪ ম্যাচের ৯টিতে জয়, ৪টিতে ড্র ও ১টিতে হেরে ৩১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তিন নম্বরে রয়েছেন মহম্মদ সালাহরা। আর্সেনাল, সাউদাম্পটন ও এভার্টনকে লিগের ম্যাচে পরপর হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে ফেলল রেডসরা।