Premier League: সালাহ-মানে-দিয়াজের চমকে লিভারপুলের জয়

প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে অ্যানফিল্ডে লিগ টেবলের লাস্ট বয় নরউইচ সিটিকে (Norwich City) হারাল ৩-১ গোলে হারাল লিভারপুল (Liverpool)। ইপিএলে সাদিও মানেদের বিজয়রথ অব্যাহত। ঘরের মাঠে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে জমজমাট পারফর্ম করলেন ক্লপের ছেলেরা। রেডসদের তিনটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। এই মুহূর্তে ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দু'নম্বরে রয়েছেন সালাহরা।

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 20, 2022 | 10:35 AM

1 / 4
ম্যাচের ৪৮ মিনিটে মিলো রাশিকার (Milot Rashica) গোলে এগিয়ে যায় নরউইচ সিটি।

ম্যাচের ৪৮ মিনিটে মিলো রাশিকার (Milot Rashica) গোলে এগিয়ে যায় নরউইচ সিটি।

2 / 4
দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে সিমিকাসের পাস থেকে গোল করে লিভারপুলকে সমতায় ফেরান সাদিও মানে।

দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে সিমিকাসের পাস থেকে গোল করে লিভারপুলকে সমতায় ফেরান সাদিও মানে।

3 / 4
সমতা ফেরানোর ঠিক ৩ মিনিটের মাথায় রেডসদের এগিয়ে দেন মিশরের রাজপুত্র মহম্মদ সালাহ।

সমতা ফেরানোর ঠিক ৩ মিনিটের মাথায় রেডসদের এগিয়ে দেন মিশরের রাজপুত্র মহম্মদ সালাহ।

4 / 4
৮১ মিনিটে হেন্ডারসনের পাস থেকে লুইস দিয়াজ ( Luis Diaz ) গোল করে স্কোর লাইন ৩-১ করেন।

৮১ মিনিটে হেন্ডারসনের পাস থেকে লুইস দিয়াজ ( Luis Diaz ) গোল করে স্কোর লাইন ৩-১ করেন।