
ইএফএল কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে মাত্র ৪ মিনিটের মাথায় দিভক অরিগির পাস (Divock Origi) থেকে প্রথম গোল করেন তাকুমি মিনামিনো (Takumi Minamino)। (সৌজন্যে-লিভারপুল টুইটার)

ম্যাচের ৪২ মিনিটে পেনাল্টি মিস করেন নরউইচের ক্রিস্টোস জলিস (Christos Tzolis)। (সৌজন্যে-নরউইচ সিটি টুইটার)

ম্যাচের ৫০ মিনিটে লিভারপুলের হয়ে ব্যবধান বাড়ান দিভক অরিগি।(সৌজন্যে-লিভারপুল টুইটার)

৮০ মিনিটে কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মিনামিনো। (সৌজন্যে-লিভারপুল টুইটার)

এই ম্যাচের জয়ের পর লিভারপুল পৌঁছে গেল কারাবাও কাপের (Carabao Cup) চতুর্থ রাউন্ডে। (সৌজন্যে-লিভারপুল টুইটার)