EFL Cup: নরউইচ সিটিকে হারিয়ে লিভারপুলের সহজ জয়
লিগ কাপের (League Cup) ম্যাচে আজ লিভারপুলের (Liverpool) প্রথম একাদশে ছিলেন না মোহামেদ সালাহ, সাদিও মানে, রবার্তো ফিরমিনো, দিয়েগো জোতারা। কিন্তু তাতে কী! নরউইচ সিটিকে (Norwich City) শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে হারিয়েছে য়ুর্গেন ক্লপের ছেলেরা। জোড়া গোল করেছেন লিভারপুলের জাপানি উইঙ্গার তাকুমি মিনামিনো (Takumi Minamino)। তৃতীয় গোলটি করেছেন বেলজিয়ান স্ট্রাইকার দিভক অরিগি (Divock Origi)। এই ম্যাচের জয়ের পর লিভারপুল পৌঁছে গেল কারাবাও কাপের (Carabao Cup) চতুর্থ রাউন্ডে।