Premier League: সাউদাম্পটনকে ৪ গোলে হারিয়ে লিগ টেবলের সেকেন্ড বয় লিভারপুল
অ্যানফিল্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে (Premier League) সাউদাম্পটনকে (Southampton) ৪-০ গোলে হারিয়েছে লিভারপুল (Liverpool)। সালাহরা এর আগের ম্যাচে আর্সেনালের বিরুদ্ধেও ৪ গোলে জিতেছিলেন। ম্যাচের ২ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। জোড়া গোল দিয়োগো জোটার, একটি করে গোল করেছেন ভার্জিল ভ্যান ডিক ও থিয়াগো আলকানতারা। ১৩ ম্যাচের ৮টিতে জয় ও ৪টিতে ড্র এবং ১টিতে হেরে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দু'নম্বরে রয়েছে ক্লপের দল।