ইংলিশ প্রিমিয়ার লিগের (English Premier League) ম্যাচে অ্যানফিল্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে (Manchester United) নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলেছে লিভারপুল (Liverpool)। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ঘরের মাঠে গত ৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ল লিভারপুল। (ছবি-লিভারপুল টুইটার)
ম্যান ইউয়ের বিরুদ্ধে লিভারপুলের তিন ফুটবলার (কোডি গাকপো, ডারউইন নুনেজ, মহম্মদ সালাহ) জোড়া গোল করেছেন।
ম্যাচের প্রথমার্ধে ৪৩ মিনিটের মাথায় প্রথম গোল করে লিভারপুলকে এগিয়ে দেন কোডি গাকপো। দ্বিতীয়ার্ধে, ৫০ মিনিটের মাথায় গাকপো নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৭ মিনিটের মাথায় লিভারপুলকে এগিয়ে দেন ডারউইন নুনেজ। এরপর ৭৫ মিনিটের মাথায় নুনেজ নিজের দ্বিতীয় গোলটি করেন।
ম্যান ইউয়ের বিরুদ্ধে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকার পর বিপক্ষের জাল কাঁপান মিশরীয় রাজপুত্র মহম্মদ সালাহ। ম্যাচের ৬৬ মিনিটের মাথায় সালাহর প্রথম গোল, অপরটি এসেছে ৮৩ মিনিটের মাথায়। উল্লেখ্য, ম্যান ইউয়ের বিরুদ্ধে টানা ৫ ম্যাচে গোল করেছেন সালাহ।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হাফডজন গোল দিয়ে থেমে থাকেনি লিভারপুল। ৮৮ মিনিটের মাথায় রেডসদের হয়ে সপ্তম গোলটি করেন রবার্তো ফিরমিনো।
ম্যান ইউয়ের বিরুদ্ধে এই জয় রেডসদের সবচেয়ে বড় জয়ের নজির। এর আগে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে ১৮৯৫ সালে লিভারপুল ৭-১ ব্যবধানে জিতেছিল। সে বার লিভারপুলের ক্লিনশিট ছিল না। এ বার সেটি পেরেছে যুর্গেন ক্লপের দল।
রেডসদের হয়ে প্রিমিয়ার লিগের সর্বাধিক গোলদাতা এখন হলেন মিশরের তারকা মহম্মদ সালাহ।