EPL: লজ্জার হার ম্যান ইউয়ের, অ্যানফিল্ডে ৭ গোলের থ্রিলারে জয় লিভারপুলের
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Mar 06, 2023 | 10:29 AM
Liverpool vs Manchester: ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ৭-০ ব্যবধানে হারিয়েছে লিভারপুল। ম্যান ইউয়ের বিরুদ্ধে এই জয় রেডসদের সবচেয়ে বড় জয়ের নজির। এর আগে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে ১৮৯৫ সালে লিভারপুল ৭-১ ব্যবধানে জিতেছিল। সে বার লিভারপুলের ক্লিনশিট ছিল না। এ বার সেটি পেরেছে যুর্গেন ক্লপের দল।
1 / 8
ইংলিশ প্রিমিয়ার লিগের (English Premier League) ম্যাচে অ্যানফিল্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে (Manchester United) নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলেছে লিভারপুল (Liverpool)। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ঘরের মাঠে গত ৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ল লিভারপুল। (ছবি-লিভারপুল টুইটার)
2 / 8
ম্যান ইউয়ের বিরুদ্ধে লিভারপুলের তিন ফুটবলার (কোডি গাকপো, ডারউইন নুনেজ, মহম্মদ সালাহ) জোড়া গোল করেছেন।
3 / 8
ম্যাচের প্রথমার্ধে ৪৩ মিনিটের মাথায় প্রথম গোল করে লিভারপুলকে এগিয়ে দেন কোডি গাকপো। দ্বিতীয়ার্ধে, ৫০ মিনিটের মাথায় গাকপো নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন।
4 / 8
দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৭ মিনিটের মাথায় লিভারপুলকে এগিয়ে দেন ডারউইন নুনেজ। এরপর ৭৫ মিনিটের মাথায় নুনেজ নিজের দ্বিতীয় গোলটি করেন।
5 / 8
ম্যান ইউয়ের বিরুদ্ধে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকার পর বিপক্ষের জাল কাঁপান মিশরীয় রাজপুত্র মহম্মদ সালাহ। ম্যাচের ৬৬ মিনিটের মাথায় সালাহর প্রথম গোল, অপরটি এসেছে ৮৩ মিনিটের মাথায়। উল্লেখ্য, ম্যান ইউয়ের বিরুদ্ধে টানা ৫ ম্যাচে গোল করেছেন সালাহ।
6 / 8
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হাফডজন গোল দিয়ে থেমে থাকেনি লিভারপুল। ৮৮ মিনিটের মাথায় রেডসদের হয়ে সপ্তম গোলটি করেন রবার্তো ফিরমিনো।
7 / 8
ম্যান ইউয়ের বিরুদ্ধে এই জয় রেডসদের সবচেয়ে বড় জয়ের নজির। এর আগে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে ১৮৯৫ সালে লিভারপুল ৭-১ ব্যবধানে জিতেছিল। সে বার লিভারপুলের ক্লিনশিট ছিল না। এ বার সেটি পেরেছে যুর্গেন ক্লপের দল।
8 / 8
রেডসদের হয়ে প্রিমিয়ার লিগের সর্বাধিক গোলদাতা এখন হলেন মিশরের তারকা মহম্মদ সালাহ।