EPL: ইপিএলে হারের হ্যাটট্রিক এড়াল লিভারপুল
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jan 21, 2023 | 8:40 PM
Liverpool vs Chelsea: ইংলিশ প্রিমিয়ার লিগের (English Premier League) ম্যাচে ঘরের মাঠে চেলসির বিরুদ্ধে নেমেছিল লিভারপুল। পর পর দুটো ম্যাচে হারার পর, ব্লুজদের বিরুদ্ধে আজকের ম্যাচ মহম্মদ সালাহদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল।
1 / 8
ইংলিশ প্রিমিয়ার লিগে (English Premier League) পরপর দুটো ম্যাচে হেরে আজ, অ্যানফিল্ডে চেলসির (Chelsea) বিরুদ্ধে নেমেছিল যুর্গেন ক্লপের দল। (ছবি-টুইটার)
2 / 8
ম্যানেজার হিসেবে লিভারপুলের যুর্গেন ক্লপ আজ দারুণ কীর্তি গড়েছেন। কেরিয়ারের ১০০০তম ম্যাচে ম্যানেজার হিসেবে অ্যানফিল্ডে ডাগআউটে ছিলেন ক্লপ। (ছবি-টুইটার)
3 / 8
অ্যানফিল্ডে গোটা ম্যাচ জুড়ে লিভারপুলের ফুটবলাররা ১৫ বার এবং চেলসির ফুটবলাররা ১১ বার শট নিয়েছিলেন। কিন্তু দুই দলের কোনও ক্রিকেটারই গোলের দেখা পাননি। (ছবি-টুইটার)
4 / 8
আজ চেলসির জার্সিতে অভিষেক হয়েছে ইউক্রেনের ২২ বছর বয়সী তরুণ ফুটবলার মাইখাইলো মুদ্রিকের। (ছবি-টুইটার)
5 / 8
ম্যাচের শুরুতেই অঘটন ঘটাতে পারত চেলসি। ম্যাচের বয়স যখন মাত্র ৩ মিনিট, তখন থিয়েগো সিলভার শট পোস্টে লেগে ফিরে আসে। আর সেই ফিরে আসা বল জালে জড়িয়ে দেন কাই হাভার্টজ। কিন্তু ভিএআরের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। (ছবি-টুইটার)
6 / 8
চেলসির গোল বাতিল স্বস্তি দেয় লিভারপুল শিবিরে। মহম্মদ সালাহরাও সুযোগ পেয়েছিলেন গোল করার। কিন্তু শেষ পর্যন্ত তাতে সফল হননি। (ছবি-টুইটার)
7 / 8
বল পাস করায় মোটের ওপর দুই দলই সমান ছিল। তাও দ্বিতীয়ার্ধে ঘরের মাঠে একটু বেশি উত্তেজিত দেখায় লিভারপুলকে। (ছবি-টুইটার)
8 / 8
শেষ অবধি এই ম্যাচ গোলশূন্য ড্র হয়। যার ফলে পয়েন্ট ভাগাভাগি করে নেয় লিভারপুল ও চেলসি। এর পর ব্লুজদের কোচ গ্রাহাম পটারের কোচিং নিয়ে আরও প্রশ্ন উঠে গেল। ২০২৩ এ তাঁর কোচিংয়ে মাত্র ১টি ম্যাচেই জিতেছে চেলসি। আজ ড্র করার পর, ফের এক বার পটারকে সরানোর দাবি জোরাল হল। (ছবি-টুইটার)