TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Aug 16, 2022 | 1:35 AM
নেটদুনিয়ায় ব্যক্তিগত ভিডিয়ো ফাঁস হওয়ার কিসসা নতুন নয়। শাহিদ কাপুর থেকে করিনা কাপুর এমনকি রাধিকা আপ্তে থেকে পাওলি দাম-- গোপন ভিডিয়ো ফাঁস হওয়া সেলেবের সংখ্যা প্রচুর। এবার সেই তালিকায় কি জুড়তে চলেছেন আরও এক নাম? কঙ্গনা রানাওয়াত পরিচালিত রিয়ালিটি শো 'লক আপ'-এর মিষ্টি মেয়ে অঞ্জলি অরোরা কে মনে আছে? এই একই কারণে তিনি এখন চর্চায়।
সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে এক নারী ও পুরুষ সঙ্গমরত অবস্থায় রয়েছে। চলছে উদ্দাম রতিক্রিয়া। অদ্ভুতভাবে ওই মহিলার মুখের সঙ্গে অঞ্জলির মুখের বেশ মিল রয়েছে।
নেটমাধ্যমে ওই ভিডিয়োটি ছড়িয়ে পড়তে সময় নেয়নি। অঞ্জলিকে রীতিমতো কাঠগড়ায় দাঁড়িয়ে শুরু হয়েছে ট্রোলিংও। এই গোটা ঘটনায় মুখ খুলেছেন অঞ্জলিও।
এক সাক্ষাৎকারে যখন অঞ্জলিকে ওই ভিডিয়োটির ব্যাপারে প্রশ্ন করা হয়ে তিনি সাংবাদিককে রীতিমতো চুপ করিয়ে দিয়ে বলেন, "আমরা কি এই প্রশ্নটা এখানেই বন্ধ করে দিতে পারেননি"? ভিডিয়োর ওই নারী কি তিনিই?
অঞ্জলি উত্তর দেননি, আবার অস্বীকারও করেননি। তিনি এড়িয়ে গিয়েছেন। তবে নেটমাধ্যম এখন এই তর্জায় দ্বিধাবিভক্ত। কারও কারও মতে ভিডিয়োতে নারীচরিত্রটি অঞ্জলি নন। মরফ করে তাঁর মুখ বসানো হয়েছে। এ সবই তাঁকে কলুষিত করার কায়দা!
আবার অনেকেই ভিডিয়োয় যে পুরুষ চরিত্রটি রয়েছেন অনুরূপ সদৃশ এক পুরুষকে অঞ্জলির সঙ্গে অন্য এক ছবিতে বসে থাকতে দেখে দাবি করেছেন ভিডিয়োতে অঞ্জলিই রয়েছেন। মাত্র ২২ বছর বয়স অঞ্জলির। এই বয়সেই এ হেন কটাক্ষে কার্যত বিধ্বস্ত তিনি, বলছে তাঁর ঘনিষ্ঠ মহল। অনুরাগীরা অপেক্ষা করছেন, 'সত্যি' কবে সামনে নিয়ে আসবেন তাঁদের প্রিয় তারকা।