Women Entrepreneurs: বলিউডের অভিনেত্রীদের মধ্যে রয়েছেন খ্যাতনামা কিছু উদ্যোক্তা, দেখে নিন তাঁদের…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Sep 14, 2021 | 10:59 AM

বলিউডের অভিনেত্রীদের সম্বন্ধে আমাদের সাধারণ ধারণা যে তাঁরা শুধু অভিনয়ই করে থাকেন। যদি এটা ভাবছেন তাহলে খুবি ভুল করছেন। বলিউডের এমন কিছু অভিনেত্রী আছেন যাঁরা সফল ব্যবসায়ী, উদ্যোক্তা।

1 / 6
এক ডজনেরও বেশি ব্র্যান্ডের মুখ দীপিকা ব্যবসার দিক দিয়ে সব সময় বাকিদের চেয়ে এগিয়ে। ২০১৭ সালে তিনি তাঁর নিজস্ব 'কেএ এন্টারপ্রাইজস' স্থাপন করেছিলেন যা এপিগামিয়ায় বিনিয়োগ করেছে। এটি একটি দইয়ের ব্র্যান্ড।

এক ডজনেরও বেশি ব্র্যান্ডের মুখ দীপিকা ব্যবসার দিক দিয়ে সব সময় বাকিদের চেয়ে এগিয়ে। ২০১৭ সালে তিনি তাঁর নিজস্ব 'কেএ এন্টারপ্রাইজস' স্থাপন করেছিলেন যা এপিগামিয়ায় বিনিয়োগ করেছে। এটি একটি দইয়ের ব্র্যান্ড।

2 / 6
নিউ ইয়র্কে ‘সোনা’ নামের একটি ভারতীয় রেস্তোরাঁ খুলেচেহ্ন তিনি। তাঁর নিজস্ব ভেগান হেয়ার কেয়ার ব্র্যান্ড 'অ্যানোমালি'ও সদ্য চালু করেছেন। প্রিয়াঙ্কার মত ট্রেন্ডসেটারকে থামানোর কোনও উপায় নেই।

নিউ ইয়র্কে ‘সোনা’ নামের একটি ভারতীয় রেস্তোরাঁ খুলেচেহ্ন তিনি। তাঁর নিজস্ব ভেগান হেয়ার কেয়ার ব্র্যান্ড 'অ্যানোমালি'ও সদ্য চালু করেছেন। প্রিয়াঙ্কার মত ট্রেন্ডসেটারকে থামানোর কোনও উপায় নেই।

3 / 6
২০১৯ সালে ‘নাইকা’-এর সঙ্গে কোল্যাব করে তাঁর মেকআপ ব্র্যান্ড 'কে বিউটি’ খুলেছেন তিনি। ইতিমধ্যেই তিনি এই কোম্পানি থেকে প্রভূত সাফল্য পেয়েছেন।

২০১৯ সালে ‘নাইকা’-এর সঙ্গে কোল্যাব করে তাঁর মেকআপ ব্র্যান্ড 'কে বিউটি’ খুলেছেন তিনি। ইতিমধ্যেই তিনি এই কোম্পানি থেকে প্রভূত সাফল্য পেয়েছেন।

4 / 6
প্রায় ১০ বছরের ক্যারিয়ারের সঙ্গে আলিয়া কিছু দারুণ চলচ্চিত্র এবং ব্র্যান্ড অনুমোদনের অংশ হয়ে উঠেছেন। গত বছর, তিনি শিশুদের জন্য ‘এড-এ-মামা’-নামের একটি পোশাকের ব্র্যান্ড চালু করেছেন। এখানে ২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য পোশাক পাওয়া যাবে।

প্রায় ১০ বছরের ক্যারিয়ারের সঙ্গে আলিয়া কিছু দারুণ চলচ্চিত্র এবং ব্র্যান্ড অনুমোদনের অংশ হয়ে উঠেছেন। গত বছর, তিনি শিশুদের জন্য ‘এড-এ-মামা’-নামের একটি পোশাকের ব্র্যান্ড চালু করেছেন। এখানে ২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য পোশাক পাওয়া যাবে।

5 / 6
মডেল এবং ফিটনেস এক্সপার্ট মালাইকা অরোরা সম্প্রতি মালাইকা অরোরা ভেঞ্চারস চালু করেছেন। যা সার্বা এবং ন্যুড বাউলের ​​মতো লাইফস্টাইল আর হেলথের স্টার্ট-আপগুলিতে বিনিয়োগ করেছে।

মডেল এবং ফিটনেস এক্সপার্ট মালাইকা অরোরা সম্প্রতি মালাইকা অরোরা ভেঞ্চারস চালু করেছেন। যা সার্বা এবং ন্যুড বাউলের ​​মতো লাইফস্টাইল আর হেলথের স্টার্ট-আপগুলিতে বিনিয়োগ করেছে।

6 / 6
২৫ বছর বয়সে অনুষ্কা তাঁর ভাইয়ের সঙ্গে 'ক্লিন স্লেট ফিল্মজ' নামের একটি প্রোডাকশন হাউস স্থাপন করেছিলেন। ৩৩ বছর বয়সী অভিনেত্রী ২০১৭ সালে ‘নুশ’ নামের তাঁর নিজস্ব পোশাকের ব্র্যান্ড চালু করেন।

২৫ বছর বয়সে অনুষ্কা তাঁর ভাইয়ের সঙ্গে 'ক্লিন স্লেট ফিল্মজ' নামের একটি প্রোডাকশন হাউস স্থাপন করেছিলেন। ৩৩ বছর বয়সী অভিনেত্রী ২০১৭ সালে ‘নুশ’ নামের তাঁর নিজস্ব পোশাকের ব্র্যান্ড চালু করেন।

Next Photo Gallery