
রবিবার বিশ্বকাপের মেগা ফাইনালে আর্জেন্টিনার হয়ে আসর মাতাতে দেখা যেতে পারে যাঁদের, তাঁদের জীবনসঙ্গীদের চেনেন? ছবি: ইনস্টাগ্রাম

ক্যাপ্টেন মেসির সুখের সংসার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন পুত্র থিয়েগো, মাতেও এবং সিরোকে নিয়ে। আন্তোনেলা এবং লিও কৈশোর থেকেই সম্পর্কে ছিলেন। পরে বিয়ে হয় তাঁদের। ছবি: ইনস্টাগ্রাম

২২ বছরের আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজের সঙ্গী শিক্ষিকা এমিলিয়া ফেরেরো। সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রেমের ঝলক প্রায়শই দেখা যায়। সঙ্গী আলভারেজকে সমর্থন করতে কাতারেই রয়েছেন এমিলিয়া। ছবি: ইনস্টাগ্রাম

আর্জেন্টাইন তারকা ম্যাক অ্যালিস্টারের সঙ্গী ক্যামিলা মায়ান। ক্যামিলা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইউটিউবার। ২০১৮ সাল থেকে সম্পর্কে রয়েছেন তাঁরা। ছবি: ইনস্টাগ্রাম

কাতার বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন ২১ বছরের এনজো ফার্নান্দেজ। এনজোর সঙ্গী হলেন ভ্যালেন্তিনা কারভান্টেস। ভ্যালেন্তিনা পেশায় একজন মডেল। ২০১৯ সাল থেকে সম্পর্কে রয়েছেন তাঁরা। ছবি: ইনস্টাগ্রাম

আর্জেন্টাইন মিডফিল্ডার রড্রিগো দি পল সম্পর্কে রয়েছেন টিনি স্টোয়েসেলের সঙ্গে। ২০২১ থেকে একসঙ্গে রয়েছেন তাঁরা। ছবি: ইনস্টাগ্রাম

আর্জেন্টিনার স্টার ফুটবলার লিয়েন্দ্রো পেরেদেসের সুখের সংসার তাঁর স্ত্রী ক্যামিলা গালান্তেকে নিয়ে। ১৫ বছর বয়সেই ক্যামিলার প্রেমে পড়েন পেরেদেস। দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালে বিবাহ হয় তাঁদের। দুই সন্তানও রয়েছে তাঁদের। ছবি: ইনস্টাগ্রাম

আর্জেন্টিনার মার্কস আকুনা ২০১২ থেকে সম্পর্কে ছিলেন জুলিয়া সিলভার সঙ্গে। ২০১৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। এখন তিন সন্তান মোরা, বেঞ্জামিন ও মার্টিনাকে নিয়ে সুখের সংসার তাঁদের। (ছবি-ইন্সটাগ্রাম)

আর্জেন্টাইন তারকা নিকোলাস ওটামেন্ডি কৈশোর থেকেই হাবুডুবু খেয়েছিলেন সিলেস্টি রে-এর প্রেমে। কৈশোরের সেই প্রেম পূর্ণতা পায় বেশ কিছু বছর আগে।নিকোলাসের পাশে সব সময় দেখা যায় তাঁকে। ছবি: ইনস্টাগ্রাম

আর্জেন্টাইন স্টার সের্গিও রোমেরোর সুখের সংসার তাঁর স্ত্রী এলিয়ানা গুয়েরসিও ও তিন সন্তানকে নিয়ে। ২০০৮ সাল থেকে সম্পর্কে ছিলেন তাঁরা। পরে বিয়ে হয় তাঁদের। ছবি: ইনস্টাগ্রাম

আর্জেন্টিনার স্টার ফুটবলার লাউতারো মার্টিনেজের সঙ্গী হলেন মডেল অগাস্টিনা গান্ডলফো। ২০১৮ থেকে একসঙ্গে রয়েছেন এই জুটি। তাঁরা একান্তে সময় কাটানোর মূহুর্ত ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ছবি: ইনস্টাগ্রাম

আর্জেন্টাইন ফুটবলার নহেল মলিনা সম্পর্কে রয়েছেন তাঁর থেকে দু'বছরের বড় সঙ্গী বারবারা ওচিউজির সঙ্গ। সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে ছবি প্রায়ই দেখা যায়। ছবি: ইনস্টাগ্রাম