আইপিএল-২০২৩ এর প্রথম ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস। লখনউ অধিনায়র লোকেশ রাহুল প্রথম ম্যাচে নামার আগে বলেন, 'হাই LSG ব্রিগেড, আমরা আইপিএল-১৬-র যাত্রা শুরু করতে চলেছি। আমরা সকলেই ভীষণ উত্তেজিত। তোমরা সকলে এই স্টেডিয়াম ভরিয়ে দিও এবং আমাদের সমর্থন করো।'
গত বছরের শেষে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্থ। তিনি পুরোপুরি সুস্থ হননি বলে তাঁকে এ বারের আইপিএলে দেখা যাবে না। তাঁর বদলে দিল্লির নেতা হিসেবে ডেভিড ওয়ার্নারকে দেখা যাবে।
এ বারের আইপিএলের প্রথম ডাবল হেডারের দ্বিতীয় ম্য়াচে নজরে থাকবেন যে ক্রিকেটাররা তাঁদের মধ্যে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। গত মরসুমে আইপিএলে প্রথম আত্মপ্রকাশ হয়েছিল লখনউয়ের। সে বার তিন নম্বরে শেষ করেছিল লখনউ।
ঋষভ পন্থের অনুপস্থিতিতে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার। এ বারের আইপিএলে দিল্লির প্রথম ম্যাচে নেতা ওয়ার্নারের দিকেও বিশেষ নজর থাকবে।
মার্কাস স্টইনিস - আইপিএল-১৬-র প্রথম ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে মার্কাস স্টইনিসের দিকেও বিশেষ নজর থাকবে। গত মরসুমে ১১টি ম্যাচে খেলেছিলেন তিনি। ১০টি ম্যাচে ব্যাটিং করে ১৫৬ রান করেছিলেন। ৫টি ম্যাচে বল করে নিয়েছিলেন ৪টি উইকেট। তিনি যে কোনও অর্ডারে খেলতে পারেন। ফলে লখনউ দলে আজ তাঁর দিকে নজর থাকবে।
পৃথ্বী শ - দিল্লির ওপেনার পৃথ্বী শ-য়ের দিকে আজ বিশেষ নজর রাখতে হবে। গত মরসুমে তিনি ১০টি ম্যাচে খেলে ২৮৩ রান করেছিলেন। ২০২২ সালে তাঁর সর্বাধিক রান ছিল ৬১। সে বার তিনি ২টি হাফসেঞ্চুরি করেছিলেন। এ বারের আইপিএলে পৃথ্বী ভালো পারফর্ম করতে পারেন আশাবাদী দিল্লির কোচ রিকি পন্টিং।
দীপক হুডা - আইপিএলের গত মরসুমে দুরন্ত পারফর্ম করেছিলেন দীপক হুডা। গত আইপিএলে ১৫টি ম্যাচে খেলে ৪৫১ রান করেছিলেন হুডা। পাশাপাশি হুডা ২টি ম্যাচে বল করে ১টি উইকেট নিয়েছিলেন। এ বারের আইপিএলে তাঁর দিকে বিশেষ নজর থাকবে।
মিচেল মার্শ - এ বারের আইপিএল শুরু হওয়ার আগে ভারতের বিরুদ্ধে ভালো ফর্মে ছিলেন অজি তারকা মিচেল মার্শ। গত আইপিএলে দিল্লির হয়ে ৮টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। তাতে ২৫১ রান করেছিলেন মার্শ।