Luis Suarez: সুয়ারেজের ঘর ওয়াপসি, উরুগুইয়ান স্ট্রাইকারের ঘোষণায় উচ্ছ্বসিত সমর্থকরা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 28, 2022 | 7:00 AM

ঘরে ফিরছেন লুইস সুয়ারেজ (Luis Suarez) । লিভারপুল, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ হয়ে এবার নিজের দেশ উরুগুয়ের পুরনো ক্লাবে ফিরছেন। নিজেই সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দিয়েছেন তিনি।

1 / 5
 ঘরে ফিরছেন লুইস সুয়ারেজ। লিভারপুল, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ হয়ে এবার নিজের দেশ উরুগুয়ের পুরনো ক্লাবে ফিরছেন। নিজেই সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দিয়েছেন তিনি।(ছবি:ইনস্টাগ্রাম)

ঘরে ফিরছেন লুইস সুয়ারেজ। লিভারপুল, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ হয়ে এবার নিজের দেশ উরুগুয়ের পুরনো ক্লাবে ফিরছেন। নিজেই সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দিয়েছেন তিনি।(ছবি:ইনস্টাগ্রাম)

2 / 5
উরুগুয়ের ক্লাব নাসিওনাল ডি মন্টেভিডিও-তে পেশাদার ফুটবল কেরিয়ারের সূচনা হয়েছিল সুয়ারেজের। ফুটবল বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার ইউরোপের পাঠ চুকিয়ে আঁতুড়ঘরে ফিরছেন।(ছবি:ইনস্টাগ্রাম)

উরুগুয়ের ক্লাব নাসিওনাল ডি মন্টেভিডিও-তে পেশাদার ফুটবল কেরিয়ারের সূচনা হয়েছিল সুয়ারেজের। ফুটবল বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার ইউরোপের পাঠ চুকিয়ে আঁতুড়ঘরে ফিরছেন।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 5
সুয়ারেজ জানিয়েছেন, ক্লাবের সঙ্গে প্রাথমিক চুক্তি সেরে ফেলেছেন। ২০০৫ সালে নাসিওনালে পা রাখেন তিনি। এরপর ইউরোপের উদ্দেশে পাড়ি দেন। বর্ণময় কেরিয়ারের শেষলগ্নটা পুরনো ক্লাবের জার্সি গায়ে চড়াতে প্রস্তুত তিনি।(ছবি:ইনস্টাগ্রাম)

সুয়ারেজ জানিয়েছেন, ক্লাবের সঙ্গে প্রাথমিক চুক্তি সেরে ফেলেছেন। ২০০৫ সালে নাসিওনালে পা রাখেন তিনি। এরপর ইউরোপের উদ্দেশে পাড়ি দেন। বর্ণময় কেরিয়ারের শেষলগ্নটা পুরনো ক্লাবের জার্সি গায়ে চড়াতে প্রস্তুত তিনি।(ছবি:ইনস্টাগ্রাম)

4 / 5
সুয়ারেজকে ফিরিয়ে আনতে নাসিওনাল ডি মন্টেভিডিও-র সমর্থকদের অবদান অনেকটাই। তাঁকে ফেরানোর জন্য টুইটারে হ্যাশট্যাগ দিয়ে রব তুলেছিলেন সমর্থকরা। মনে হচ্ছে, সেই কাতর আবেদন পৌঁছেছে সুয়ারেজের কাছে।(ছবি:ইনস্টাগ্রাম)

সুয়ারেজকে ফিরিয়ে আনতে নাসিওনাল ডি মন্টেভিডিও-র সমর্থকদের অবদান অনেকটাই। তাঁকে ফেরানোর জন্য টুইটারে হ্যাশট্যাগ দিয়ে রব তুলেছিলেন সমর্থকরা। মনে হচ্ছে, সেই কাতর আবেদন পৌঁছেছে সুয়ারেজের কাছে।(ছবি:ইনস্টাগ্রাম)

5 / 5
সামনেই কাতার বিশ্বকাপ। দেশের হয়ে বিশ্বকাপের মঞ্চে নামার আগে পুরনো ক্লাবে গিয়ে নিজেকে প্রস্তুত করবেন বার্সেলোনা, অ্যাটলেটিকোর এই প্রাক্তন স্ট্রাইকার।(ছবি:ইনস্টাগ্রাম)

সামনেই কাতার বিশ্বকাপ। দেশের হয়ে বিশ্বকাপের মঞ্চে নামার আগে পুরনো ক্লাবে গিয়ে নিজেকে প্রস্তুত করবেন বার্সেলোনা, অ্যাটলেটিকোর এই প্রাক্তন স্ট্রাইকার।(ছবি:ইনস্টাগ্রাম)

Next Photo Gallery