Luis Suarez: সুয়ারেজের ঘর ওয়াপসি, উরুগুইয়ান স্ট্রাইকারের ঘোষণায় উচ্ছ্বসিত সমর্থকরা
ঘরে ফিরছেন লুইস সুয়ারেজ (Luis Suarez) । লিভারপুল, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ হয়ে এবার নিজের দেশ উরুগুয়ের পুরনো ক্লাবে ফিরছেন। নিজেই সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দিয়েছেন তিনি।