
উয়েফা নেশন্স লিগের (UEFA Nations League) ম্যাচে সোমবার রাতে ফ্রান্সের (France) ঘরের মাঠে ক্রোটদের হয়ে একমাত্র গোলটি করেন লুকা মদ্রিচ (Luka Modric)।

ম্যাচের ৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ক্রোয়েশিয়াকে (Croatia) এগিয়ে দেন লুকা।

করিম বেঞ্জেমা, কিলিয়ান এমবাপেরা সুযোগ পেয়েও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কোনও গোল করতে পারেননি।

ম্যাচের শুরুতেই ১ গোলে পিছিয়ে পড়েছিলেন এমবাপেরা। কিন্তু দ্বিতীয়ার্ধেও গোলদর্শন হয়নি বিশ্ব চ্যাম্পিয়নদের।

ফ্রান্সের বিরুদ্ধে জয়ের পর গ্রুপ ১ এর লিগ টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে ক্রোয়েশিয়া। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ৭।