ভারতে লকডাউন নিয়ে একটি আস্ত ছবি তৈরি করেছেন পরিচালক মধুর ভান্ডারকর। নানা মানুষের নানা জীবন সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে সেখানে।
সেই ছবির নামও দেওয়া হয়েছে 'ইন্ডিয়া লকডাউন'। খালি রাস্তা, মাস্ক পরা মানুষ, স্বাস্থ্যক্রমীদের পরনে পিপিই কিট, পরিযায়ী শ্রমিক এবং ছোট শিশুদের গল্প বলা হয়েছে এই ছবিতে।
পরিযায়ী শ্রমিকের চরিত্রে অভিনয় করেছেন প্রতীক বব্বর এবং সাই তামহারকর। কর্মহীন দম্পতির চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। পায়ে হেঁটে বাড়ি ফিরেছেন এরা। গাড়ি-ঘোড়াও পাননি। এই গল্পে সোনু সুদের মতো ব্যক্তিত্বদের কোনও চরিত্র রাখা হয়েছে কি না সেটা যদিও সারপ্রাইজ়।
শ্বেতা বসু প্রসাদ অভিনয় করেছেন এক যৌনকর্মীর চরিত্রে। মুম্বইয়ের কামাঠিপুরার কর্মীর চরিত্রে দেখা যায় তাঁকে। সামাজিক দূরত্বের কারণ খোদ্দের জোটা না। আয় বন্ধ হয় তাদের।
অহনা কুমরাকে দেখা যায় এক পাইলটের চরিত্রে। এই প্রথম একটি নির্দিষ্ট অ্যাপার্টমেন্টে কাটাতে হয় তার চরিত্রটিকে।
'ইন্ডিয়া লকডাউন' ছবিটি স্ট্রিম করতে শুরু করবে ২ ডিসেম্বর থেকে, জ়ি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে।