
বলিউড মানেই লার্জার দ্যান লাইফ কনসেপ্ট, চাকচিক্য আর প্রাচুর্য। তার এক একটি সেট বানাতেই খরচ হয় কোটি কোটি টাকা। হিরোইনের একটি নাচের পোশাকের দাম হয়তো আপনার সারা বছরের আয়ের থেকেও ঢেরগুণ বেশি। ছবি শেষ হলে কী হয় সেই পোশাক, বা প্রপ্সের। কিছু পরবর্তী কাজের জন্য রেখে দেওয়া হয় আবার কিছু হয়ে যায় নিলামে বিক্রি। দেখে নিন বলিস্টারদের ব্যবহৃত এমন কিছু জিনিস যা বিক্রি হয়েছিল চড়া দামে।

'উমরাও জান' ছবিতে ফারুখ শেখের সিলভার রিং। নিলামে দাম উঠেছিল ৯৬ হাজার।

'দেবদাস' ছবিতে মাধুরী দীক্ষিতের সবুজ লেহেঙ্গার কত দাম উঠেছিল জানেন? ৩ কোটি টাকায় বিক্রি হয় এই লেহেঙ্গা।

'লগন' ছবিতে আমির খানের বিখ্যাত ক্রিকেটের ব্যাট। নিলামে দাম উঠেছিল ১লক্ষ৫৬হাজার টাকা

'ওএমজি' ছবিতে অক্ষয় কুমারের থ্রি পিস স্যুট নিলামে বিক্রি হয়েছে ১৫লক্ষ টাকায়।

'মুঝসে শাদি করোগে' ছবিতে সলমন খানের টাওয়েল ডান্স কার না মনে নেই। জানেন নিলামে এই টাওয়েল কত টাকায় বিক্রি হয় ?১ লক্ষ ৪২ হাজার টাকায় বিক্রি হয়।