Mahasasthi 2021: মহাষষ্ঠী স্পেশাল নিরামিষ খাবার! অসাধারণ স্বাদের পদগুলি চেখে দেখার আগে রেসিপিটা জেনে নিন…
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Oct 11, 2021 | 12:06 AM
লুচি, পরোটা, সবজি, তরকারি, বা সাবুমাখা এমন বেশ কিছু খাবারেই শুরু হয় ষষ্ঠী। আর মহাষষ্ঠীর কথা মাথায় রেখে এমন সুস্বাদু অথচ ষষ্ঠী পালনের কোনও অসুবিধা হবে না, এমন রেসিপির খোঁজ দেওয়া হল এখানে...
1 / 6
সয়াবিন কাবাব- দুর্গাপুজোর সময় স্পেশাল আমিষ খাবার কী খাবেন, তার একাধিক আয়োজন থাকলেও বিশেষ করে নিরামিষাশীদের জন্য রেসিপির আকাল । তবে সয়াবিনের কাবাব চেখে আপনার ষষ্ঠীরদিনটি দারুণ উপভোগ করতে পারেন।
2 / 6
মাজ্জিগে হুলি নামটা শুনে খটমট লাগলেও আদতে রান্নাটা খুবই সহজ। আসলে এই রেসিপিটি হল দক্ষিণী ঢ্যাঁড়শের কারি। মূলত কর্ণাটকেই জনপ্রিয় এই রান্নাটি।
3 / 6
সন্ধ্যেবেলার হাল্কা খাবারে নুডলস পকোড়া অনবদ্য।
4 / 6
পনির বাটার মশালা-এটি অত্যন্ত জনপ্রিয় নিরামিষ খাবার। পরোটা দিয়ে খেতে পারেন এই সাইড ডিশটি।
5 / 6
ভাপা দইবড়া- অনেকে আছেন রুটি পরোটাও খেতে চান না। সেক্ষেত্রে এই ভাপা দইবড়া অত্যন্ত পুষ্টিকর ও স্বয়ংসম্পূর্ণ মিল।
6 / 6
মালাই চমচম- শেষপাতে একটু মিষ্টি না হলে চলে না। তাই বানিয়ে নিন বাঙালির সেরা মিষ্টি মালাই চমচম।