Malaika Arora Beauty Tips: মাল্লার মত যৌবন ধরে রাখতে চান, ত্বকের যত্নে এই কয়েকটি টিপস মাথায় রাখুন
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Apr 02, 2022 | 11:22 AM
Malaika Arora: মালাইকা নিজের ত্বক নিয়ে ভীষণ রকমের সচেতন। সব সময় তিনি নিজের ত্বকের পরিচর্যার দিকে বিশেষ নজর দিয়ে থাকে। তাই এবার ভক্তদের জন্য বিশেষ টিপস।
1 / 6
মালাইকা নিজের ত্বক নিয়ে ভীষণ রকমের সচেতন। সব সময় তিনি নিজের ত্বকের পরিচর্যার দিকে বিশেষ নজর দিয়ে থাকে। তাই এবার ভক্তদের জন্য বিশেষ টিপস।
2 / 6
ভাল করে মুখে ময়শ্চরাইজার মেখে নিতে হবে। চোখের তলায় লাগিয়ে তারপর তা চেটে গোটা মুখে মাখতে হবে ক্লক ও অ্যান্টি ক্লক মাসাজ প্রয়োজন। রোলার দিয়েও মাসাজ করে নিতে পারেন ভাল করে।
3 / 6
শুধু মুখে নয়, ঘারে ও গলায় ভাল করে ময়েশ্চরাইজার লাগিয়ে নিতে হবে। এরপর রোলার দিয়ে গলা ও ঘার মাসাজ করে নিন মিনিট ১০ সময় হাতে নিয়ে। যে কোনও একদিকে ত্বককে টেনে ধরে নিয়ে মাসাজ করলে ত্বক টানটান থাকে।
4 / 6
ঠোঁটে লিপবাম দিতে ভুলবেন না। রাতে ঘুমে আগে মুখের মেক-আপ তুলে ফেলতে হবে। মালাইকা প্রচুর পরিমাণে জল পান করেন তাঁর ত্বককে সর্বদাই হাইড্রেট রাখার জন্য।
5 / 6
ত্বকের যত্নে কোনও কেমিক্যাল যুক্ত ক্রিম বারে বারে ব্যবহার করা ভাল নয়। এতে খুব তাড়াতাড়ি ত্বকের যৌবন নষ্ট হয়ে যায়। তাই এই বিষয় মাথায় রাখাতে হবে যে অতিরিক্ত মেক আপ এড়িয়ে যাওয়াই ভাল।
6 / 6
মালাইকা বাড়িতেই নিজের ত্বকের পরিচর্যা করে থাকেন। যোগা ত্বককে ভাল রাখতে খুব উপকারি, তাই সকালে উঠে ফ্রেশ হাওয়ায় বেশ কিছুটা সময় ত্বককে শ্বাস নিতে দিন।