
ইনস্টাগ্রামে সম্প্রতি মণীশ মলহোত্রার ডিজাইনার পোশাকে দেখা দিয়েছেন তিনি! হলুদ সেই মিনি ড্রেস অর্জুন-বান্ধবীকে দেখেই চোখ ছানাবড়া নেটপাড়ার।

বডিকন পোশাক হোক বডিহাগিং গাউন, অসাধারণ মালাইকার কাছে এসব পোশাক ক্যারি করা কোনও ব্যাপারই নয়।

ক্যামেরার সামনে এই ডিজাইনার হলুদ শর্ট ড্রেসে বোল্ড লুকে ধরা দিলেন মাল্লা। যা বেশ ভাইরাল হয়েছে।

হাই স্লিক পনিটেলে দেখা গেল মালাইকা আরোরাকে। পোশাকের সঙ্গে মানানসই একটি হলুদ স্টিলেটো পরেছেন তিনি।

হাতে একটি ওয়ার্ম ইয়লো রঙের সিল্কের কাপড় নিয়ে ছবির জন্য পোজ দিয়েছেন।