TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Feb 02, 2022 | 11:50 AM
বয়সটা একেবারেই রহস্যের মতো মালাইকা অরোরার কাছে। ৪৮-এর দোরগোড়ায় দাঁড়িয়েও আজও অনেককেই পেছনে ফেলে দিতে পারেন আকর্ষণীয়তার নিরিখে।
বরাবরের মতো এবারও একটি সাদা রঙের টাসেল ড্রেসে ইন্টারনেটে শোরগোল ফেলে দিয়েছেন বলিউড ডিভা।
তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে তিনি এই ছবিগুলো শেয়ার করেছিলেন।
অত্যন্ত আকর্ষণীয় তো বটেই, সঙ্গে টাসেল ড্রেসের চাকচিক্কে মালাইকাকে দারুণ সুন্দর দেখতে লাগছিল।
এর আগেও টাসেল ড্রেসে মালাইকার অনেক ছবি ভাইরাল হয়েছিল।
টাসেল ড্রেসে মালাইকাকে অন্যান্য অনেক অভিনেত্রীর চেয়ে বেশি আকর্ষণীয় লেগে এসেছে বরাবরই।