Malaika Arora Controversy: গায়ে ‘সেক্স সিম্বল’-এর ট্যাগ, এই তকমায় কতটা অস্বস্তিতে ভোগেন মালাইকা
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Apr 04, 2023 | 1:45 PM
Malaika Arora: নেট পাড়ায় একবার ঢুঁ মারলেই চোখে পড়ে মালাইকা কীভাবে হাটেন, কীভাবে কথা বলেন, কীভাবে হাসেন কীভাবে ফটোগ্রাফারদের দেখে পোজ় দেন, তার চর্চা। তবে সবটাই এড়াই যান সেলেব।
1 / 8
মালাইকা আরোরা, বরাবরই ট্রোলিং-এর কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকেন এই সেলেব। জিম লুকে বারে বারে ভাইরাল অভিনেত্রী তথা মডেল। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিয়ো ভাইরাল।
2 / 8
মালাইকা আরোরা যেমন নিজের ব্যক্তিজীবন নিয়ে একাধিক কথা বলেছেন, ঠিক তেমনই আবার উল্টো ছবিটাও বর্তমান। তাঁর দিকেও আঙুল তুলেছেন অনেকেই। তাঁর বোল্ড লুকের জন্যও কটাক্ষ হতে হয়েছে বহু।
3 / 8
বরাবরই চর্চার কেন্দ্রে থাকেন বলিউড ফ্যাশন ডিভা মালাইকা আরোরা। বয়স ৫০ ছুঁই ছুঁই। তাতেই শরীরী ভাজে তিনি যেভাবে দর্শক মনে নিত্য ঝড় তুলে থাকেন, তা এক কথায় প্রতি মুহূর্তে প্রশংসিত।
4 / 8
তবে মালাইকা আরোরা মানেই যে ফ্যাশন দুনিয়ায় চর্চা, তা নয়। পাশাপাশি বিতর্ক, কটাক্ষ, ভাইরাল এই বিষয়গুলোতেও নিত্য জড়িয়ে থাকে এই সেলেবের নাম। তবে মালাইকা বরাবরই স্পোর্টিং-টি বিষয়গুলোকে গ্রহণ করে থাকেন।
5 / 8
কেরিয়ারের মাঝেই যখন সেক্স সিম্বল-এর তকমা তাঁর গায়ে লাগে, তখনও আপত্তি করেননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তাতে তিনি উল্টে বেশ খুশিই হয়ে থাকেন। তাঁর কাছে এটা প্রশংসার।
6 / 8
তবে এই চর্চায় জায়গা করে নেওয়াটাকেই নাকি অনেকে আবার কটাক্ষ করতে পিছপা হন না। মালাইকা আরোরার এই প্রশ্নের মুখোমুখি হয়ে স্পষ্টই জানান, তিনি যা করেন, যেভাবে থাকেন, সেটা একান্ত তাঁর নিজের মতামত, ব্যক্তিগত জীবন।
7 / 8
সেই বিষয়ে অন্য কারোর মতামত বা সমালোচনাকে খুব একটা গুরুত্বপূর্ণ কোনওদিনই দেননি, তিনি আগামীতেও দেবেন না। যদিও নেট পাড়ায় একবার ঢুঁ মারলেই চোখে পড়ে মালাইকা কীভাবে হাটেন, কীভাবে কথা বলেন, কীভাবে হাসেন কীভাবে ফটোগ্রাফারদের দেখে পোজ় দেন, তার চর্চা। তবে সবটাই এড়াই যান সেলেব।
8 / 8
মালাইকা নিজের হট অবতার ট্যাগ নিয়ে বেজায় চর্চিত। ঝড়ের গতিতে ভাইরাল তাঁর প্রতিটা পোস্ট। এখনও তাঁর বোল্ড ফিগারে ঝড় ওঠে ভক্তমনে।