
ফ্যাশন স্টেটমেন্টের নয়া ট্রেন্ডে গা ভাসিয়ে বারবারই ভাইরাল মালাইকা আরোরা।

প্রতিটা সিজনেই নিত্য নতুন ফ্যাশনকে সামনে এনে বোল্ড লুকে ধরা দিয়ে থাকেন অর্জুন প্রেমিকা।

এবার গ্রীষ্মের স্টেটমেন্টে মালাইকার পছন্দের রঙ সাদা।

সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে এভাবেই 'সামার'কে স্বাগত জানালেন তিনি।

কখনও স্যুইমিং পুলে, কখনও আবার বোল্ড লুকে ফ্রেমবন্দি হয়ে নজর কাড়েন মালাইকা।

গরমে এবার হালকা পোশাকেই সিম্পল লুক বজায় রেখে ভক্তদের টিপস দিলেন তিনি।

মালাইকা আরোরা ও আরবাজ খানের মধ্যে বিচ্ছেদের সময়, আরবাজকে দিতে হয় ১০ থেকে ১৫ কোটি টাকা।