Bollywood Gossip: কেউ কখনও অন্য চরিত্রে ভাবেনি আমায়, ওটিটি মেয়েদের আজ অনেক সুযোগ করে দিচ্ছে: মল্লিকা

Mallika Sherawat: ওটিটি-তে একের পর এক ভাল কাজ হচ্ছে। অন্যস্বাদের গল্পে মেয়েদের বিশেষভাবে ভাবা হচ্ছে বলে দাবি মল্লিকার।

| Edited By: জয়িতা চন্দ্র

Jul 26, 2022 | 4:34 PM

1 / 5
এক অভিনেতা যদি আপনাকে রাত তিনটের সময় ডাকে, তবে তখনই আপনাকে তাঁর বাড়ি পৌঁছে যেতে হবে। না গেলেন পরের দিন সকালে তুমি সেই ছবি থেকে বাদ।

এক অভিনেতা যদি আপনাকে রাত তিনটের সময় ডাকে, তবে তখনই আপনাকে তাঁর বাড়ি পৌঁছে যেতে হবে। না গেলেন পরের দিন সকালে তুমি সেই ছবি থেকে বাদ।

2 / 5
মার্ডার ছবি থেকেই মল্লিকা নিয়ে বলিউড দর্শকদের একটি নির্দিষ্ট ধারনা তৈরি হয়। অনেকেই তাঁকে প্রথমসারিতে রাখতে ছিলেন নারাজ। কেউ আবার পোশাক, চরিত্র নিয়ে কথা বলতেন প্রকাশ্যেই।

মার্ডার ছবি থেকেই মল্লিকা নিয়ে বলিউড দর্শকদের একটি নির্দিষ্ট ধারনা তৈরি হয়। অনেকেই তাঁকে প্রথমসারিতে রাখতে ছিলেন নারাজ। কেউ আবার পোশাক, চরিত্র নিয়ে কথা বলতেন প্রকাশ্যেই।

3 / 5
মল্লিকা শেরাওয়াত- একটি ভুয়ো এমএমএস স্ক্যান্ডেলে জড়িয়ে পড়েছিলেন মল্লিকা শেরাওয়াত। মার্ডার ছবি থেকে ভাইরাল হয়েছিলেন তিনি। একটি ভিডিয়ো লিক হয়ে যায় তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের। যদিও তিনি দাবি করেছিলেন তিনি ভিডিয়োতে থাকা মেয়েটি নন।

মল্লিকা শেরাওয়াত- একটি ভুয়ো এমএমএস স্ক্যান্ডেলে জড়িয়ে পড়েছিলেন মল্লিকা শেরাওয়াত। মার্ডার ছবি থেকে ভাইরাল হয়েছিলেন তিনি। একটি ভিডিয়ো লিক হয়ে যায় তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের। যদিও তিনি দাবি করেছিলেন তিনি ভিডিয়োতে থাকা মেয়েটি নন।

4 / 5
মল্লিকা শেরাওয়াত, বলিউডে একাধিক ছবি করলেও একটা সময়ের পর খুব একটা পসার জমাতে পারেননি এই অভিনেত্রী। মার্ডার ছবি থেকে হাতেখড়ি, তবে বলিউড থেকে খুব একটা ডাক পাননি তিনি।

মল্লিকা শেরাওয়াত, বলিউডে একাধিক ছবি করলেও একটা সময়ের পর খুব একটা পসার জমাতে পারেননি এই অভিনেত্রী। মার্ডার ছবি থেকে হাতেখড়ি, তবে বলিউড থেকে খুব একটা ডাক পাননি তিনি।

5 / 5
মল্লিকার কথায় ওটিটিতে বিশেষ করে মহিলা চরিত্রের কথা মাথায় রেখেই কাহিনিকে বোনা হয়। তার থেকেও বড় বিষয় হল দর্শকেরা সেই সকল চরিত্রকে খুব আনন্দের সঙ্গে গ্রহণ করে থাকে। তাই এখন ওটিটি ঘিরে আশাবাদী মল্লিকা।

মল্লিকার কথায় ওটিটিতে বিশেষ করে মহিলা চরিত্রের কথা মাথায় রেখেই কাহিনিকে বোনা হয়। তার থেকেও বড় বিষয় হল দর্শকেরা সেই সকল চরিত্রকে খুব আনন্দের সঙ্গে গ্রহণ করে থাকে। তাই এখন ওটিটি ঘিরে আশাবাদী মল্লিকা।