Mamata Banerjee: ‘দেখে মনে হচ্ছে একটা হিস্টোরিক ভ্যালু আছে’, ইদের আগে শহরবাসীর জন্য নতুন উপহার মমতার
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী বললেন, 'এই গেটটি এত ভাল করে করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কারুকার্য দেখে মনে হচ্ছে এর একটা হিস্টোরিক ভ্য়ালু রয়েছে।' মমতা যখন সাংসদ ছিলেন, তখন তিনি নিজের এমপি ল্যাড থেকে একটি গেট তৈরির জন্য টাকা দিয়েছিলেন। পরে এলাকাবাসীরা তাঁর কাছে অনুরোধ করেছিলেন, যাতে আরও একটি গেট বানিয়ে দেওয়া হয়। মমতাও আশ্বাস দিয়েছিলেন, সেই গেট তৈরি করে দেবেন।