Antony Santos: ফুটবল খেলে দারিদ্র্যকে জয়, বিশ্বকাপে ডাক পেয়ে ল্যাম্বরঘিনি কিনলেন ব্রাজিলের অ্যান্টনি

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Nov 18, 2022 | 9:10 AM

ফাবেলা বস্তির হতদরিদ্র পরিবারে জন্ম। ড্রাগ ডিলারদের অহরহ আনাগোনা। ফুটবলকে সঙ্গী করে সেই নরক গুলজার থেকে বেরিয়ে ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অ্যান্টনি স্যান্টোস।

1 / 5
 ফাবেলা বস্তির হতদরিদ্র পরিবারে জন্ম। ড্রাগ ডিলারদের অহরহ আনাগোনা। ফুটবলকে সঙ্গী করে সেই নরক গুলজার থেকে বেরিয়ে ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অ্যান্টনি স্যান্টোস।(ছবি:ইনস্টাগ্রাম)

ফাবেলা বস্তির হতদরিদ্র পরিবারে জন্ম। ড্রাগ ডিলারদের অহরহ আনাগোনা। ফুটবলকে সঙ্গী করে সেই নরক গুলজার থেকে বেরিয়ে ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অ্যান্টনি স্যান্টোস।(ছবি:ইনস্টাগ্রাম)

2 / 5
২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিলের ২৬ সদস্যের দলে ডাক পেয়েছেন অ্যান্টনি। কেরিয়ারের একটি বড় লক্ষ্য পূরণ হয়েছে বস্তিতে জন্মানো অ্যান্টনির।(ছবি:ইনস্টাগ্রাম)

২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিলের ২৬ সদস্যের দলে ডাক পেয়েছেন অ্যান্টনি। কেরিয়ারের একটি বড় লক্ষ্য পূরণ হয়েছে বস্তিতে জন্মানো অ্যান্টনির।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 5
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ অ্যান্টনি স্যান্টোস বিশ্বকাপ দলে ডাক পাওয়া উদযাপন করলেন একটি বিলাসবহুল গাড়ি কিনে।(ছবি:ইনস্টাগ্রাম)

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ অ্যান্টনি স্যান্টোস বিশ্বকাপ দলে ডাক পাওয়া উদযাপন করলেন একটি বিলাসবহুল গাড়ি কিনে।(ছবি:ইনস্টাগ্রাম)

4 / 5
ব্রাজিলের বিশ্বকাপের দল ঘোষণার পর অ্যান্টনি বাড়িতে ডেলিভারি হয় এই ল্যাম্বরঘিনি অ্যাভেন্টেডর।  ভারতীয় মুদ্রায় যার মূল্য সাড়ে তিন কোটির কাছাকাছি। (ছবি:ইনস্টাগ্রাম)

ব্রাজিলের বিশ্বকাপের দল ঘোষণার পর অ্যান্টনি বাড়িতে ডেলিভারি হয় এই ল্যাম্বরঘিনি অ্যাভেন্টেডর। ভারতীয় মুদ্রায় যার মূল্য সাড়ে তিন কোটির কাছাকাছি। (ছবি:ইনস্টাগ্রাম)

5 / 5
নতুন বিলাসবহুল গাড়িটির টেস্ট ড্রাইভ নেন ২২ বছরের অ্যান্টনি। নিজেকে ল্যাম্বরঘিনি অ্যাভেন্টেডর উপহার দিয়ে বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগকে দারুণভাবে সেলিব্রেট করলেন অ্যান্টনি। ব্রাজিলের প্রতিটি ফুটবলারের মধ্যে যে স্বপ্ন থাকে। (ছবি:ইনস্টাগ্রাম)

নতুন বিলাসবহুল গাড়িটির টেস্ট ড্রাইভ নেন ২২ বছরের অ্যান্টনি। নিজেকে ল্যাম্বরঘিনি অ্যাভেন্টেডর উপহার দিয়ে বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগকে দারুণভাবে সেলিব্রেট করলেন অ্যান্টনি। ব্রাজিলের প্রতিটি ফুটবলারের মধ্যে যে স্বপ্ন থাকে। (ছবি:ইনস্টাগ্রাম)

Next Photo Gallery