Bangla NewsPhoto gallery Manchester City and Paris Saint Germain reach into Champions League last 16
Champions League: ম্যাঞ্চেস্টার সিটির কাছে হেরেও শেষ-১৬-তে পৌঁছল পিএসজি
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Nov 25, 2021 | 4:36 PM
চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ম্যাচে বুধবার ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হার জুটল পিএসজির (PSG) কপালে। ৫০ মিনিটের মাথায় দলকে এমবাপে এগিয়ে দিলেও সমতা ফেরাতে দেরি করেনি ম্যান সিটি। শুধু তাই নয়, আরও একটি গোল করে ম্যাচ বের করে নিয়ে যান জেসুসরা। মেসি-নেইমার-এমবাপে ত্রয়ীতেও গুয়ার্দিওলার দলের বিরুদ্ধে জিততে পারল না। গ্রুপ-এ-র শীর্ষে থেকে শেষ করা হল না পিএসজির। গ্রুপ পর্বের ৫ ম্যাচের ৪টিতে জয় ও একটিতে হেরে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ-১৬তে পৌঁছল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। এবং এ-গ্রুপের দ্বিতীয় দল হিসেবে ৫ ম্যাচের ২টিতে জয়, ২টিতে ড্র ও ১টিতে হেরে ৮ পয়েন্ট নিয়ে নকআউট নিশ্চিত করলেন মেসি-নেইমাররা।
Ad
1 / 5
ম্যান সিটি বনাম পিএসজি ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়।
2 / 5
দ্বিতীয়ার্ধে পিএসজিকে এগিয়ে দেন এমবাপে। ৫০ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোল করেন কিলিয়ান এমবাপে।
3 / 5
তবে সমতা ফেরাতে বেশি দেরি করেননি ম্যান সিটির ফুটবলাররা। গ্যাব্রিয়েল জেসুসের পাস থেকে ৬৩ মিনিটেই দলকে সমতায় ফেরান রহিম স্টার্লিং (Raheem Sterling)।
4 / 5
ম্যাচের ৭৬ মিনিটে বের্নান্ডো সিলভার পাস থেকে দলের হয়ে দ্বিতীয় গোল করেন গ্যাব্রিয়েল জেসুস (Gabriel Jesus)।
5 / 5
মেসি-নেইমার-এমবাপে ত্রয়ীতেও গুয়ার্দিওলার দলের বিরুদ্ধে জিততে পারল না তবে এটাই রক্ষে লিগ টেবলের দু'নম্বরে থাকার জন্য পিএসজি পৌঁছে গেল চ্যাম্পিয়ন্স লিগের শেষ-১৬ তে।