Premier League: ৫ গোলের থ্রিলারে আর্সেনালকে ওড়াল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে আজ, শনিবার ৫-০ ব্যবধানে আর্সেনালকে (Arsenal) হারাল পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। ১৯৫৪-৫৫ সাল থেকে এই প্রথমবার মরসুমের শুরুতেই হারের হ্যাটট্রিক করল আর্সেনাল। ম্যাঞ্চেস্টার সিটির ফুটবলাররা এক ফোঁটাও সুযোগ দেননি বুকায়ো সাকাদের। এই মুহূর্তে ৩ ম্যাচের ২টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। অন্যদিকে তিন ম্যাচে হেরে লিগ টেবলের সব থেকে শেষে রয়েছে মিকেল আর্তেতার দল।