Premier League: নতুন বছরের প্রথম দিন ১০ জনের আর্সেনালকে হারাল ম্যান সিটি

Premier League: নতুন বছরের প্রথম দিন ১০ জনের আর্সেনালকে হারাল ম্যান সিটি প্রিমিয়ার লিগে (Premier League) নতুন বছরের প্রথম ম্যাচে, ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) মুখে নেমেছিল আর্সেনাল (Arsenal)। প্রথমার্ধে এগিয়ে থাকলেও, শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে মাঠ ছাড়লেন বুকায়ো সাকারা। ম্যাচের ৫৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্সেনালের গ্যাব্রিয়েল। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যান সিটিকে সমতায় ফেরান রিয়াদ মাহরেজ। ড্র দিয়ে শেষ হতে চলা ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রড্রি। শেষ বেলায় রড্রির গোলে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেন গুয়ার্দিওলার ছেলেরা।

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 01, 2022 | 8:20 PM

1 / 5
ম্যাচের ৩১ মিনিটে তিয়ার্নির (Tierney) পাস থেকে বুকায়ো সাকার গোলে এগিয়ে যায় আর্সেনাল।

ম্যাচের ৩১ মিনিটে তিয়ার্নির (Tierney) পাস থেকে বুকায়ো সাকার গোলে এগিয়ে যায় আর্সেনাল।

2 / 5
প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে, ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যান সিটিকে সমতায় ফেরান রিয়াদ মাহরেজ (Riyad Mahrez)।

প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে, ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যান সিটিকে সমতায় ফেরান রিয়াদ মাহরেজ (Riyad Mahrez)।

3 / 5
ম্যাচের ৫৯ মিনিটে লাল কার্ড দেখেন আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেলি (Gabriel Martinelli)।

ম্যাচের ৫৯ মিনিটে লাল কার্ড দেখেন আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেলি (Gabriel Martinelli)।

4 / 5
ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+৩) গোল করে দলকে জেতালেন রড্রি হার্নান্দেজ (Rodrigo Hernandez)।

ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+৩) গোল করে দলকে জেতালেন রড্রি হার্নান্দেজ (Rodrigo Hernandez)।

5 / 5
আর্সেনালকে হারিয়ে লিগ টেবলের শীর্ষে থেকেই নতুন বছর শুরু করল পেপ গুয়ার্দিওলার ম্যান সিটি।

আর্সেনালকে হারিয়ে লিগ টেবলের শীর্ষে থেকেই নতুন বছর শুরু করল পেপ গুয়ার্দিওলার ম্যান সিটি।