UEFA Champions League: লিসবনকে ৫ গোলে হারাল গুয়ার্দিওলার ম্যান সিটি
লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) শেষ ১৬-র প্রথম লেগের ম্যাচে ৫-০ গোলে স্পোর্টিং লিসবনকে (Sporting Lisbon) হারাল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। জোড়া গোল করেছেন বের্নান্দো সিলভা। ম্যান সিটির হয়ে বাকি তিন খানা গোল করেছেন যথাক্রমে- রহিম স্টার্লিং, রিয়াদ মাহরেজ ও ফিল ফডেন। প্রথম লেগের দুর্দান্ত পারফরম্যান্সের পরই কার্যত কোয়ার্টার ফাইনালের রাস্তা নিশ্চিত করে ফেলল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। চ্যাম্পিয়ন্স লিগে লিসবন বনাম ম্যান সিটির শেষ ১৬-র ফিরতি লেগ রয়েছে ১০ মার্চ।