UEFA Champions League: লিসবনকে ৫ গোলে হারাল গুয়ার্দিওলার ম্যান সিটি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 16, 2022 | 3:14 PM

লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) শেষ ১৬-র প্রথম লেগের ম্যাচে ৫-০ গোলে স্পোর্টিং লিসবনকে (Sporting Lisbon) হারাল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। জোড়া গোল করেছেন বের্নান্দো সিলভা। ম্যান সিটির হয়ে বাকি তিন খানা গোল করেছেন যথাক্রমে- রহিম স্টার্লিং, রিয়াদ মাহরেজ ও ফিল ফডেন। প্রথম লেগের দুর্দান্ত পারফরম্যান্সের পরই কার্যত কোয়ার্টার ফাইনালের রাস্তা নিশ্চিত করে ফেলল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। চ্যাম্পিয়ন্স লিগে লিসবন বনাম ম্যান সিটির শেষ ১৬-র ফিরতি লেগ রয়েছে ১০ মার্চ।

1 / 4
ম্যাচের বয়স যখন মাত্র ৭ মিনিট কেভিন ডি ব্রুইনের পাস থেকে গোল করে ম্যান সিটিকে এগিয়ে দেন রিয়াদ মাহরেজ। (ছবি-টুইটার)

ম্যাচের বয়স যখন মাত্র ৭ মিনিট কেভিন ডি ব্রুইনের পাস থেকে গোল করে ম্যান সিটিকে এগিয়ে দেন রিয়াদ মাহরেজ। (ছবি-টুইটার)

2 / 4
স্পোর্টিং লিসবনের বিরুদ্ধে ম্যাচের ১৭ ও ৪৪ মিনিটে জোড়া গোল বের্নান্দো সিলভার। (ছবি-টুইটার)

স্পোর্টিং লিসবনের বিরুদ্ধে ম্যাচের ১৭ ও ৪৪ মিনিটে জোড়া গোল বের্নান্দো সিলভার। (ছবি-টুইটার)

3 / 4
৩২ মিনিটের মাথায় ফিল ফডেনের (Phil Foden) গোলে স্কোরলাইন হয় ৩-০। (ছবি-টুইটার)

৩২ মিনিটের মাথায় ফিল ফডেনের (Phil Foden) গোলে স্কোরলাইন হয় ৩-০। (ছবি-টুইটার)

4 / 4
৫৮ মিনিটে সিলভার পাস থেকে ম্যাচের স্কোরলাইন ৫-০ করেন রহিম স্টার্লিং। (ছবি-টুইটার)

৫৮ মিনিটে সিলভার পাস থেকে ম্যাচের স্কোরলাইন ৫-০ করেন রহিম স্টার্লিং। (ছবি-টুইটার)

Next Photo Gallery
Bappi Lahiri Death: অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় মারা গেলেন বাপ্পি লাহিড়ি, এই রোগে কোন কোন খাবার খাবেন আর খাবেন না জেনে নিন…
‘Carnival of hope’: টানা ২ বছর পর ফের শুরু হয়েছে বিশ্ববিখ্যাত ভেনিস কার্নিভাল! দেখুন ছবিতে