
ম্যাচের বয়স যখন মাত্র ৪ মিনিট তখন ফিল ফডেনের পাস থেকে গোল করে ম্যাঞ্চেস্টার সিটিকে এগিয়ে দেন রহিম স্টার্লিং (Raheem Sterling)।

ম্যাচের ৩১ মিনিটে স্কোরলাইন ২-০ করেন বের্নান্দো সিলভা (Bernardo Silva)।

দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে দ্বিতীয় গোল করে দলকে আরও এগিয়ে দেন সিলভা।

ম্যাচের ৭৪ মিনিটে ওয়াটফোর্ডের হয়ে একখানা গোল শোধ করেন কুসো হের্নান্ডেজ (Cucho Hernandez)।

ইপিএলে টানা পাঁচ ম্যাচে অপরাজিত পেপ গুয়ার্দিওলার ছেলেরা।