এ বার মডেলিংয়ে হাতেখড়ি হল ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার আর্লিং হালান্ডের (Erling Haaland)। Breitling কোম্পানির নতুন মুখ হলেন নরওয়ের এই ফুটবলার। ম্যান সিটির সতীর্থ জ্যাক গ্রিলিশের পথে হেঁটেই মডেলিংয়ে প্রবেশ করলেন হালান্ড।
২২ বছর বয়সী তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড Breitling কোম্পানির ঘড়ির প্রচারের নতুন মুখ হয়েছেন। সম্প্রতি বহুমূল্য এই ঘড়ির বিজ্ঞাপনের জন্য কাজ করেছেন হালান্ড। তাঁর সঙ্গে Breitling এর অল স্টার স্কোয়াডে রয়েছেন বাস্কেটবলার গিয়ানিস আন্তেতোকুনপো এবং মার্কিন স্নোবোর্ডার ক্লো কিম।
ম্যান সিটিতে যোগ দেওয়ার পর থেকে হালান্ড ধারাবাহিকভাবে গোল করে চলেছেন। এখনও অবধি পেপ গুয়ার্দিওলার দলের হয়ে ১৫টি ম্যাচে খেলে ২২টি গোল করেছেন।
বরুশিয়া ডর্টমুন্ডের প্রাক্তন তারকা নিজেকে গ্লোবার সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। হালান্ড ঘড়ি ভীষণ পছন্দ করেন। আর তাঁর মডেলিংয়ে পথ চলাও শুরু হল ঘড়ির হাত ধরেই।
Breitling এর নতুন মুখ হওয়ার পর হালান্ড বলেন, "আমি ঘড়ি খুব পছন্দ করি। আমি এই ব্র্যান্ডটির ফ্যান ছিলাম।" যে ঘড়িটি পরে হালান্ড Breitling ব্র্যান্ডের নতুন ঘড়ির প্রোমোশন করেছেন তার দাম ৪,৭০০ ইউরো। Breitling ব্র্যান্ডের তরফ থেকে - Chronomat GMT 40 ও Super Chronomat 38 এই দুটি মডেলের নতুন ঘড়ি প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে।