
ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার গ্যাব্রিয়েল জেসুস (Gabriel Jesus) গত বছর থেকে ডেট করছেন সুন্দরী রায়েনে লিমার সঙ্গে।

চলতি বছরের মে মাসে (২৪ মে) গ্যাব্রিয়েল জেসুস ও রায়েনে লিমার কন্যাসন্তানের জন্ম হয়।

গ্যাব্রিয়েল জেসুসের বান্ধবী রায়েনে লিমা (Raiane Lima) হলেন ডিজিটাল ইনফ্লুয়েন্সার।

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার গ্যাব্রিয়েল জেসুসের বান্ধবী রায়েনে লিমার ২১তম জন্মদিনে জেসুস প্রকাশ্যে আনেন, যে তাঁদের বাড়িতে আসতে চলেছে এক ফুটফুটে কন্যাসন্তান।

ফাদার্স ডে-তে সদ্যোজাত মেয়েকে কোলে নিয়ে রায়েনের সঙ্গে ইন্সটাগ্রামে ছবিও শেয়ার করেছেন জেসুস। যার ক্যাপশনে তিনি লেখেন, 'আমরা'।