UEFA Champions League: গোলশূন্য ড্র করেও শেষ আটে ম্যাঞ্চেস্টার সিটি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) শেষ ১৬-র ম্যাচের দ্বিতীয় লেগে স্পোর্টিং লিসবনের (Sporting Lisbon) বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। তবে দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে জিতে শেষ আটের টিকিট পাকা হল গুয়ার্দিওলার দলের। প্রথম লেগে লিসবনের ঘরের মাঠে ৫ গোলের বন্য বইয়ে দিলেও ম্যাঞ্চেস্টার সিটি নিজেদের ঘরের মাঠে গোলের দেখাই পেল না।

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 10, 2022 | 1:35 PM

1 / 5
ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার সিটি বেশ কয়েকটা গোলের সুযোগ তৈরি করলেও, শেষ অবধি গোলের দেখা পায়নি।

ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার সিটি বেশ কয়েকটা গোলের সুযোগ তৈরি করলেও, শেষ অবধি গোলের দেখা পায়নি।

2 / 5
শেষ অবধি গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে পেপ গুয়ার্দিওলার ছেলেরা।

শেষ অবধি গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে পেপ গুয়ার্দিওলার ছেলেরা।

3 / 5
এই নিয়ে টানা ৫ বার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল ম্যান সিটি।

এই নিয়ে টানা ৫ বার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল ম্যান সিটি।

4 / 5
দ্বিতীয়ার্ধের শুরুতে রিয়াদ মাহরেজের পাস থেকে বল জালে পাঠান গ্যাব্রিয়েল জেসুস (Gabriel Jesus)। কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডের কারণে গোল বাতিল করেন রেফারি।

দ্বিতীয়ার্ধের শুরুতে রিয়াদ মাহরেজের পাস থেকে বল জালে পাঠান গ্যাব্রিয়েল জেসুস (Gabriel Jesus)। কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডের কারণে গোল বাতিল করেন রেফারি।

5 / 5
ফিরতি লেগের ফলাফল ০-০ হলেও, দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে জিতে শেষ আটের টিকিট পাকা হল গুয়ার্দিওলার দলের।

ফিরতি লেগের ফলাফল ০-০ হলেও, দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে জিতে শেষ আটের টিকিট পাকা হল গুয়ার্দিওলার দলের।