Bangla News Photo gallery Manchester City vs Sporting Lisbon match ends with a goalless draw but Man city reach quarter final of UCL
UEFA Champions League: গোলশূন্য ড্র করেও শেষ আটে ম্যাঞ্চেস্টার সিটি
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) শেষ ১৬-র ম্যাচের দ্বিতীয় লেগে স্পোর্টিং লিসবনের (Sporting Lisbon) বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। তবে দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে জিতে শেষ আটের টিকিট পাকা হল গুয়ার্দিওলার দলের। প্রথম লেগে লিসবনের ঘরের মাঠে ৫ গোলের বন্য বইয়ে দিলেও ম্যাঞ্চেস্টার সিটি নিজেদের ঘরের মাঠে গোলের দেখাই পেল না।