Cristiano Ronaldo-Georgina Rodriguez: জানেন সদ্যোজাত মেয়ের কী নাম রাখলেন রোনাল্ডো-জর্জিনা?

গত ১৮ এপ্রিল যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন পর্তুগিজ তারকা সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) মডেল বান্ধবী জর্জিনা রড্রিগেজ (Georgina Rodriguez)। তবে তাঁদের ছেলে জন্মের পরই মারা যায়। কিন্তু মেয়ে পুরোপুরি সুস্থ রয়েছে এবং সদ্য ইন্সটাগ্রামে জর্জিনা মেয়ের কিছু মিস্টি ছবি শেয়ার করেছেন এবং প্রকাশ্যে এনেছেন তাঁদের মেয়ের নাম।

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 08, 2022 | 10:41 AM

1 / 4
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) মডেল বান্ধবী জর্জিনা রড্রিগেজ (Georgina Rodriguez) তিনখানা মিস্টি ছবি পোস্ট করে জানিয়েছেন তাঁদের সদ্যোজাত কন্যার নাম। (ছবি- জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) মডেল বান্ধবী জর্জিনা রড্রিগেজ (Georgina Rodriguez) তিনখানা মিস্টি ছবি পোস্ট করে জানিয়েছেন তাঁদের সদ্যোজাত কন্যার নাম। (ছবি- জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

2 / 4
রোনাল্ডো ও জর্জিনা তাঁদের সদ্যোজাত মেয়ের নাম রেখেছেন বেলা এসমেরালদা। (ছবি- জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

রোনাল্ডো ও জর্জিনা তাঁদের সদ্যোজাত মেয়ের নাম রেখেছেন বেলা এসমেরালদা। (ছবি- জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

3 / 4
১৮ এপ্রিল জন্ম হয়েছে বেলার। মিস্টি বেলার ঘুমন্ত ছবি দেখলে 'স্লিপিং বিউটি' ছাড়া আর কিছু বলা যায় না। (ছবি- জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

১৮ এপ্রিল জন্ম হয়েছে বেলার। মিস্টি বেলার ঘুমন্ত ছবি দেখলে 'স্লিপিং বিউটি' ছাড়া আর কিছু বলা যায় না। (ছবি- জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

4 / 4
কয়েকদিন আগেই রোনাল্ডো তাঁর চার সন্তানের পাশাপাশি সদ্যোজাত কন্যা ও জর্জিনার সঙ্গে একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “হোম সুইট হোম। জিও আর সদ্যোজাত ছোট্ট মেয়ে অবশেষে আমাদের কাছে আসতে পারল। কঠিন সময়ে যারা পাশে দাঁড়িয়েছিল, তাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের প্রত্যেকের এই ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল। তোমরা যে আমার পরিবারকে অত্যন্ত ভালোবাসো, তা অনুভব করতে পেরেছি। নতুন যে প্রাণ আমাদের মধ্যে এসেছে, তাকে এবার স্বাগত জানাতে হবে।” (ছবি- জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

কয়েকদিন আগেই রোনাল্ডো তাঁর চার সন্তানের পাশাপাশি সদ্যোজাত কন্যা ও জর্জিনার সঙ্গে একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “হোম সুইট হোম। জিও আর সদ্যোজাত ছোট্ট মেয়ে অবশেষে আমাদের কাছে আসতে পারল। কঠিন সময়ে যারা পাশে দাঁড়িয়েছিল, তাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের প্রত্যেকের এই ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল। তোমরা যে আমার পরিবারকে অত্যন্ত ভালোবাসো, তা অনুভব করতে পেরেছি। নতুন যে প্রাণ আমাদের মধ্যে এসেছে, তাকে এবার স্বাগত জানাতে হবে।” (ছবি- জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)